”
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
কর্ম-অনুশীলন ১। ‘শধমজীবী মানুষ যে সব পণ্য উৎপাদন করে তারা সে পণ্য ব্যবহার করতে পারে না- শি-ưোনামে
একটি রচনা প্রতিযোগিতার আয়োজন কর। বহুনির্বাচনি প্রশ্ন ১। রানারের কাছে পৃথিবীটা ‘কালো ধোঁয়া’ মনে হয় কেন ?
ক. মেঘাচ্ছন্ন থাকায় খ. অভাবের তাড়নায় গ. সর্য না ওঠায় ঘ. কলকারখানার কারণে ২। দসক্ষর ভয়ের চেয়েও রানার সর্য ওঠাকে বেশি ভয় পায় কেন ?
ক. চাকরি হারানো জন্য খ. ডাক না পাওয়ার ভয়ে গ. বাড়ি ফেরার তাড়া থাকায় ঘ. দায়িত্ববোধের কারণে নিচের উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : সুমন বেশ েস্বচ্ছাচারী। সব কাজই দায়সারা গোছে শেষ করে। ইচ্ছামত অফিসে যাতায়াত করে। একদিন জরুরি সভা উপলক্ষে কর্মকর্তা অফিসে এসে দেখেন গেট বন্ধ। ফলে সমস্ত আয়োজন প- হয়ে যায়। ক্ত। উদ্দীপকের সুমন ও ‘রানার’ কবিতার রানার সাদৃশে্যর দিকটি হলো তারা উভয়ই –
র. চাকরিজীবী II. দᠦѠưয়িত্ব সচেতন III. সরররবাদানকারী নিচের কোনটি সঠিক ?
ক. র ও II খ. রর ও Iরর গ.রররРও III ঘ.রররЬ II ও Iরর ৪ᠦѠưরকোন দৃষ্টিকোণ থেকে রানার উদ্দীপকে সুমন থেকে ভিন্ন ? ক. চলার গতি খ. ন্যায়বোধ গ. শধদ্ধাভক্তি ঘ. সময়নিষ্ঠা সৃজনশীল
সামাদ সাহেব ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে ক্ত০ বছর যাবৎ কর্মর ত আছেন। সবার আগে অফিসে আসেন এবং সবশেষে অফিস ত্যাগ করেন। একদিন ভাইয়ের মৃতু সংবাদ পেয়ে অপরাহ্ণে তিনি বাড়ি যান। পরদিন যথাসময়ে তিনি পুনরায় ফিরে আসেন। তার কারণে কারো এতটুকু কষ্ট যাতে না হয় সে ব্যাপারে তিনি বেশ সচেতন। ক. রানার ভোরে কোথায় পৌঁছে যাবে ? খ. ‘রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে।’ রানার কেন ছোটে ? গ. উদ্দীপকের সামাদ সাহেবের মাঝে ‘রানার’ কবিতার রানার চরিত্রের সাদৃশ্যর্পূণ দিকটি ব্যাখ্যা কর। ঘ. ‘সামাদ সাহেব রানার চরিত্রের বিশেষ দিককে ধারণ করলেও রানার স্বতন্ত্র- মন-Ǎতব্যটির যথার্থতা
যাচাই কর।
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
0 responses on "রানার - কর্ম-অনুশীলন"