রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (৩রা ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান এটি নিশ্চিত করেছেন।

উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর দশম সমাবর্তন আয়োজনে পদক্ষেপ নেয়। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মহোদয়ের সদয় সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়। গত ১লা জানুয়ারি রাষ্ট্রপতি তার প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী ২৪শে মার্চ সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’

গত ২৯শে জানুয়ারি সমাবর্তন আয়োজনে নতুন গঠিত কমিটি প্রথম সভা করে। সেখানে সমাবর্তন আয়োজনে সব প্রস্তুতি সম্পন্নে দায়িত্ব বরাদ্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা জানান, ‘আমরা মার্চে সমাবর্তন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্নে কাজ করছি। আশা করি সকলের সহযোগিতা নিয়ে খুব ভালোভাবে একটি সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব হবে।’

এর আগে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের মেয়াদকালে ২০১৬ সালের ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দশম সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করা হয়। পরে সময়সীমা বাড়িয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলে। ওই সময়ে মোট ৫ হাজার ২৭৫ জন গ্রাজুয়েট রেজিস্ট্রেশন করে। এরপর গত বছরের ৭ মে নতুন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান নিয়োগের পর থেকে সমাবর্তন আয়োজনে কার্যক্রম শুরু হয়। পরে গত ২৩শে জানুয়ারি সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা আরেক দফা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়। এতে মোট রেজিস্ট্রেশনকারী গ্রাজুয়েট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯ জন।

 

 

আরো পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের নিবন্ধন শুরু

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline