চলতি বছর (২০১৭-১৮) প্রথম বর্ষে সরকারি ৩১ মেডিকেল কলেজে ভর্তি শুরু হয়েছে আজ মঙ্গলবার(১৭ অক্টোবর)। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসে নির্বাচিত শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে। অন্যদিকে একই দিন দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ১০ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৬ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি ৩১ মেডিকেল কলেজে ভর্তির জন্য মোট ৩ হাজার ৩১৮ জন শিক্ষার্থী নির্বাচিত হন। মোট আসনের মধ্যে সাধারণ তিন হাজার ২২১টি, মুক্তিযোদ্ধা কোটায় ৬৭টি এবং পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য ২০টি আসন সংরক্ষিত রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে আগামী ২৮ অক্টোবরের (শনিবার) মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি কমিটির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে বলে জানিয়েছেন অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষাও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ।

তিনি জানান, অধিদফতরের নির্দেশনা অনুসারে ভর্তি কমিটির সদস্যরা বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই করে ভর্তি নিচ্ছেন।

এদিকে, আজ (১৭ অক্টোবর, মঙ্গলবার) দুপুর ১২টা থেকে ডেন্টাল কলেজে ভর্তির অনলাইনে আবেদন শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া চলবে ২৮ অক্টোবর রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত।

সরকারি ১টি ডেন্টাল কলেজ ও ৭টি ডেন্টাল ইউনিটের মধ্যে সাধারণ আসনে ৫১৭টি, মুক্তিযোদ্ধা কোটায় ১০টি ও উপজাতি কোটায় ৫টিসহ মোট ৫৩২টি আসন রয়েছে। এর মধ্যে ঢাকা ডেন্টাল কলেজে মুক্তিযোদ্ধা কোটায় ২টিসহ মোট ৯৭টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৫৯টি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৫৯টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ১টিসহ ৫৬টি।

 

আরো পড়ুন:

সাত সরকারি কলেজের ২০১৬ খ্রিস্টাব্দের ডিগ্রি স্থগিতকৃত গণিত পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালেয়ের অধিভুক্ত সাত কলেজের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

ডিগ্রি ও অনার্স শেষ বর্ষের ২৬ থেকে ২৯ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে

ঈদ উল আযহার আগের দেশের সব মাদ্রাসার ফাযিল পরীক্ষা স্থগিত করা হয়েছে

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline