
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা ৩০ নভেম্বর ২০১৭ তারিখ প্রকাশ হবে।
উক্ত ফলাফল ঐদিন বিকাল ৪টার পর প্রথমে SMS এর মাধ্যমে এবং রাত ৯ টার পর অনলাইনেও প্রকাশ করা হবে।
২য় মেধাতালিকায় সুযোগপ্রাপ্তদের ৩০/১১/২০১৭ তারিখ থেকে ০৯/১২/২০১৭ তারিখ পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং ০২/১২/২০১৭ তারিখ থেকে ১০/১২/২০১৭ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ চূড়ান্ত ভর্তি ফরমসংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
NU<space>ATMF<space>Roll No
এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা উল্লেখিত দিন রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে।
মোবাইল থেকে লগিন করতে সমস্যা হলে এখানে ক্লিক কর।
২য় মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত সময়সীমাঃ
- ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করার সময়সীমাঃ ৩০/১১/২০১৭ থেকে ০৯/১২/২০১৭
- পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ০২/১২/২০১৭ থেকে ১০/১২/২০১৭
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ০২/১২/২০১৭ থেকে ১১/১২/২০১৭
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ “সোনালী সেবা” এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দেয়ার তারিখঃ ১২/১২/২০১৭ থেকে ১৭/১২/২০১৭
ভর্তি হতে যে সব কাগজপত্র লাগবেঃ
- অনলাইন থেকে মূল আবেদন ফরম – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে), (স্টুডেন্ট কপি হাতে রাখতে হবে)।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২-৪টি এবং স্ট্যাম্প সাইজ ২-৪ টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান,এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান, স্নাতক (সম্মান) নিয়মিত/স্নাতকোত্তর প্রথম পর্ব পাশের সনদপত্র এর সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- স্নাতক (সম্মান) পাশের প্রশংসাপত্র/প্রত্যয়নপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ২ সেট।
- টাকা জমার রশিদ।
- চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
- সমতা নিরূপণ ও মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
আরো পড়ুন: