মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1319
13181. রচডেল সমবায় সমিতির প্রাথমিক মূলধন কত ছিল?
- ২৮৫ ডলার
- ২৮ পাউন্ড
- ২৮ দেরহাম
- ৩৮ রূপি
13182. কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীদের বলে-
- প্রবর্তক
- পরিচালক
- মালিক
- ব্যবস্থাপক
13183. সমবায় সমিতির বৈশিষ্ট্য হল-
- গণতান্ত্রিক পরিচালনা
- ন্যায়সংগতভাবে ঝুঁকি ও সযোগ-সুবিধা ভোগ
- পারস্পরিক কল্যাণ সাধন
A,B,C
13184. বেলাল ও রোকন একটি অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য। তাদের প্রতিবেশী বন্ধু লিয়ন অংশীদার হতে চায়। লিয়ন অংশীদার হতে পারে কীসের ভিত্তিতে?
- চুক্তির ভিত্তিতে
- সামাজিক মর্যাদার ভিত্তিতে
- প্রতিবেশী সম্পর্কের ভিত্তিতে
- বন্ধু সম্পর্কের ভিত্তিতে
13185. কোম্পানি গঠনের কোন পর্যায়ে কোম্পানির পরিচালকগণ স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলি প্রণয়ন করেন?
- উদ্যোগ গ্রহণ পর্যায়
- দলিলপত্র প্রণয়ন পর্যায়
- নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়
- কার্যারম্ভ পর্যায়
13186. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন ও লাইসেন্স সংগ্রহ করতে হয়-
- পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
- নিবন্ধকের নিকট থেকে
- জেলা প্রশাসকের নিকট থেকে
13187. আইনের মাধ্যমে ব্যবসায় সৃষ্টির জন্য উপযুক্ত সংগঠন হবে-
- একমালিকানা
- অংশীদারি
- কোম্পানি
- সম্পদ
13188. মি. রনি, মি. হানি এবং মি. জনি একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। মি. রনি অবসর গ্রহণের পর তার ছেলে রাফি (নাবালক) ঐ প্রতিষ্ঠানের সকলের সম্মতিক্রমে কোন ধরণের অংশীদার হিসেবে পরিগণিত হবে?
- সীমিত অংশীদার
- ঘুমন্ত অংশীদার
- সাধারণ অংশীদার
- নামমাত্র অংশীদার
13189. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে। এটি কোন ধরনের শিল্প?
- সেবা
- উৎপাদন
- তথ্য
- পরিবহন
13190. চুক্তিপত্র বলা হয় কোনটিকে?
- লিথিত চুক্তিকে
- অলিখিত চুক্তিকে
- মৌখিক চুক্তিকে
- অনিবন্ধিত চুক্তিকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1319"