এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
SSC মানুষ – পাঠ পরিচিতি | পাঠ পরিচিতি : কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতাটি সম্পাদনা করে সংকলিত হয়েছে। পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম, গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথ ক পৃথ ক ধর্মগ ্রš ’ও আছে। মানুষ ধর্মগ্রন্থলোকে খুবই শধদ্ধা করে, ধর্মের জন্য জীবনবাজিও রাখে। কিন্তু কোনো নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এ রকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না, ধর্মও তো সে কথাই বলে। যেখানে মানুষকে ঘৃণা করে অন্য কোনো কিছুে ক বড় করা হয়, সেখানেই প্রতিবাদ জানানো প্রয়োজন।
0 responses on "SSC মানুষ - পাঠ পরিচিতি"