মানব-শরীর-সমন্বয় – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 554
5531. পানি শোষণ ও পানি সম্যতা বজায় রাখে কোনটি?
- গ্লুুকাগন
- ইস্টোজেন
- ADH
- টেস্টোস্টেরন
5532. কোনটি ফেসিয়াল স্নায়ুর শাখা?
- প্যালাটাইন
- ম্যাক্সিলারি
- অপথ্যালমিক
- ম্যান্ডিবুলার
5533. থাইরক্সিন নি:সরণ করে কোনটি?
- অ্যাড্রিনাল
- প্যারাথাইরডে
- থাইরয়েড
- পিটুইটারি
5534. থাইরয়েড গ্রন্থি নি:সৃত কোনটি হরমোন?
- পলিপেপটাইড
- অ্যামাইন
- স্টেরয়েড
- গ্লাইকোপ্রোটিন
5535. কোন হরমোন শ্বেত কণিকাকে রোগ প্রতিরোধে উদ্দীপিত করে গড়ে তোলে?
- অ্যাড্রিনাল
- প্যারাথারমোন
- ইনসুলিন
- থাইমোসিন
5536. টিমপেনিক পর্দার বাইরের দিক দেখতে কেমন?
- উত্তল
- অবতল
- দ্বি-অবতল
- দ্বি-উত্তল
5537. মানুষের চোখের কত ভাগ অক্ষিকোটরে আবদ্ধ থাকে?
- দু’ভাগের একভাগ
- তিন ভাগের এক ভাগ
- চার ভাগের তিন ভাগ
- ছয় ভাগের পাঁচ ভাগ
5538. নিচের কোনটি দেহের রাসায়নিক দূত হিসেবে পরিচিত?
- হরমোন
- রক্তরস
- লসিকা
- জুস
5539. কোন স্নায়ুর বিস্তৃতি চোখের রেটিনা পর্যন্ত
- অডিটরি
- ভেগাস
- অকুলোমোটর
- অপটিক
5540. কর্পাস লিউটিয়াম তৈরিতে সাহায্য করে কোনটি?
- মেটোট্রপিক
- ল্যাকটোজেনিক
- কিটোজেনিক
- লিউটিনাইজিং
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-সমন্বয় - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 554"