মানব রেচন – এসএসসি জীববিজ্ঞান-8 । কুইজ মডেল টেস্ট অনুশীলন
7081. বৃক্কের রং কী?
- লালচে হলুদ
- লালচে সবুজ
- লালচে পিঙ্গল
- হলুদ
7082. উল্লেখিত পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রটির-
- টিউবের প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য
- তরলের গঠন রক্তের প্লাজমার অনুরূপ
- মাধ্যমে চিকিৎসা কম খরচে করা যায়
A,B
7083. কোন অঙ্গগুলো মানুষের দেহ তেকে রেচন পদার্থ ও অন্যান্য ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে সাহায্য করে?
- ত্বক
- মুখগহ্বর
- যকৃতত্বক
- ফুসফুস
7084. বৃক্কীয় নালীকার পরবর্তী চিন্হিত অংশগুলো হল-
- সংবর্তিত নিকটস্থ অংশ
- একটি হেনলির লুপ
- সংবর্তিত দূরত্বের অংশ
A,B,C
7085. বৃক্কের প্রতিটি ইউনিফেরাস নালিকা কতটি প্রধান অংশে বিভক্ত?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
7086. মেডুলায় অবস্থিত রেনাল পিরামিড-
- পিড়াকা গঠন করে
- পিড়াকা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়
- গ্লোবারিউলাস গঠন করে
A,B
7087. মূত্রে পানি ছাড়াও অন্যান্য যে উপাদান থাকে তা হলো-
- লসিকা রস
- ইউরিক এসিড
- ক্রিয়েটিনিন
B,C
7088. কিডনি প্রসিস্থাপনের অত্যাবশ্যকীয় শর্ত কোনটি?
- নিকট আত্মীয়
- রক্তের আত্মীয়
- টিস্যুম্যাচ
- রক্তের গ্রুপ মিল
7089. রেচন পদার্থ বলতে কী বোঝায়?
- প্রোটিনজাত বর্জ্য
- লিপিডজাত বর্জ্য
- কোলেস্টেরোলঘটিত বর্জ্য পদার্থ
- নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ
7090. দেহের জন্য ক্ষতিকর ইউরিয়া-
- রক্তের সাহায্যে যকৃতে যায়
- রক্তের সাহায্যে হৃৎপিন্ডে যায়
- রক্তে পরিশোধিত হয়ে মুত্র হিসেবে দেহ থেকে বেরিয়ে যায়
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব রেচন - এসএসসি জীববিজ্ঞান-8 । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 709"