মানব-বসতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2117
21161. বনাঞ্চলে সাধারণত কোন ধরনের জনবসতি বেশি দেখা যায়?
- ছড়ানো
- পুঞ্জিভূত
- অনুকেন্দ্রিক
- কোনোটিই নয়
21162. জার্মানী, পোল্যান্ড, নরওয়েতে কী ধরনের বসতি গড়ে উঠেছে?
- বিক্ষিপ্ত
- পুঞ্জিভূত
- বিচ্ছিন্ন
- গোষ্ঠীবদ্ধ
21163. রৈখিক বসতির উদাহরণ-
- অপরিণত বদ্বীপ অঞ্চল
- পরিণত বদ্বীপের নিন্মাঞ্চল
- সক্রিয় বদ্বীপ অঞ্চল
A,C
21164. মানুষ স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হলো কখন?
- যখন নিজেই প্রতিরক্ষা করতে পারল
- যখন খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারল
- যখন খাদ্য সংগ্রহের জন্য শিকার করতে হতো
- যখন বসতি গড়তে শিখলো
21165. আলোকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে কোন নগরীর উৎপত্তি হয়েছে?
- হরপ্পা
- মহেঞ্জোদারো
- সমরকন্দ
- কোনোটিই নয়
21166. নিচের কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড?
- কৃষিকাজ
- মৎস চাষ
- ব্যবসায় বাণিজ্য
- হাঁড়িপাতিল তৈরি
21167. প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যে মানুষ কোন ধরনের বসতি স্থাপন করে?
- বৃত্তাকার
- বিক্ষিপ্ত
- পুঞ্জিভূত
- সরল রৈখিক
21168. নিচের কোন নদীর পাশ দিয়ে রৈখিক বসতি দেখা যায় না?
- মহানন্দা
- তিস্তা
- যমুনা
- করতোয়া
21169. বন্ধুর বসতিতে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ-
- অসমতল জায়গা
- যোগাযোগ ব্যবস্থার অভাব
- অর্থনৈতিক অনগ্রসরতা
A,B,C
21170. রৈখিক বসতি দেখা যায়-
- পাহাড়ের পাদদেশে
- নদী অববাহিকায়
- যেখানে পানীয় জলের পর্যাপ্ততা আছে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-বসতি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2117"