মানব-জীবনের-ধারাবাহিকা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 568
5671. ডিম্বাশয়ের ফলিকলের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো –
- থারক্সিন
- থাইরয়েড
- পিটুইটারি
- এন্ড্রোজেন
5672. ভ্রুণের বিকাশ ও শক্তির জন্য প্রয়োজন কী?
- স্টার্চ
- লিপিড
- গ্লুকোজ
- স্টেরয়েড
5673. শুক্রাশয় হতে নিঃসৃত হরমোন কোনটি?
- ইস্ট্রোজেন
- টেস্টোস্টেরন
- প্রোজেস্টেরন
- অ্যান্ড্রোজেন
5674. নেহা অনেক দিন ধরে রাতে খুব ঘামছে, কয়েক সপ্তাহ ধরে 380 সে. বা তার ওপরে জ্বর থাকছে ও দীর্ঘদিন যাবত ডায়রিয়ায় ভুগছে। তাছাড়া ইদানিং সে সবকিছু অস্পষ্ট দেখতে শুরু করেছে ও তীব্র অবসাদ অনুভব করছে।নেহার যে রোগ হয়েছে তার জন্য দ্বায়ী কোনটি?
- ব্যাকটেরিয়া
- ভাইরাস
- প্রোটোজোয়া
- ছত্রাক
5675. নেহার রোগটি হতো না, যদি সে-
- নিরাপদ যৌন আচরণ করতো
- রক্ত গ্রহণের পূর্বে উক্ত রোগের জীবাণু পরীক্ষা করে নিতো
- ইনজেকশন নেবার সময় প্রতিবার নতুন সূঁচ ব্যবহার করতো
A,B,C
5676. যোনিপথের দৈর্ঘ্য কত?
- ২-৩ সে.মি.
- ৮-১০ সে.মি.
- ১৫-২০ সে.মি.
- ২০-২৫ সে.মি.
5677. মেয়েদের প্রথম রজঃচক্রকে কী বলা হয়?
- থেলারচি
- পিউবারচি
- মেনারচি
- হরমোন
5678. নিচের কোনটি H1V ভাইরাসের প্রতিলিপি সৃষ্টিতে বাধা দেয়?
- Z1ndovod1ne
- Stavud1ne
- Nev1rap1ne
- Zale1tab1ne
5679. নিচের কোনটি ব্লাস্টোমিয়ারের স্তর?
- মরুলা
- ক্লিভেজ
- ব্লাস্টোসিস্ট
- ট্রফোব্লাস্ট
5680. শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ হতে কয় ধরনের হরমোন ক্ষরিত হয়?
- 2
- 3
- 4
- 5
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-জীবনের-ধারাবাহিকা - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 568"