মানচিত্র-পঠন-ও-ব্যবহার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2068
20671. একটি স্থানের দ্রাঘিমা ৯০০ পূর্ব এবং অন্য একটি স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
- ২ ঘন্টা ২০ মিনিট
- ১ ঘন্টা
- ১ ঘন্টা ২০ মিনিট
- সময়ের ব্যবধান হবে না
20672. আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলোকে কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?
- প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
- দেওয়াল মানচিত্র
- ভূ-চিত্রাবলি মানচিত্র
- মৌজা মানচিত্র
20673. ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
- ল্যাটিন
- ফ্রেঞ্চ
- ফরাসি
- স্পেনিস
20674. ঢাকা থেকে একটি স্থানের দূরত্ব ৫০০৩০’ পূর্ব দ্রাঘিমা। ঢাকায় যখন ভোর ৬টা তখন সেই স্থানের স্থানীয় সময় কত?
- সকাল ৯টা ২২ মিনিট
- সকাল ১০টা ২২ মিনিট
- রাত ১১ ৯ মিনিট
- রাত ১১টা ১০ মিনিট
20675. নিচের উদ্দীপকটি পড় এবং চারটি প্রশ্নের উত্তর দাও:
- মাসুদ তার গ্রামের বাড়িতে জমিজমা পরিমাপের জন্য এক ধরনের মানচিত্রের শরণাপন্ন হন। এ মানচিত্র দ্বারা আবার সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে।৯৩। মাসুদের কাছে কোন ধরনের মানচিত্র রয়েছে?
20676. ক্যাডাস্ট্রাল মানচিত্রকে কী ধরনের মানচিত্র বলা হয়?
- দেওয়াল মানচিত্র
- ভূ-চিত্রাবলি মানচিত্র
- মৌজা মানচিত্র
- প্রাকৃতিক বিষয়সংক্রান্ত মানচিত্র
20677. “Mappa’ কোন ভাষা থেকে এসেছে?
- ফরাসি
- স্পেনিস
- পর্তুগিজ
- ল্যাটিন
20678. নিচের কোনটি প্রশাসনিক মানচিত্রের বৈশিষ্ট্য?
- আন্তর্জাতিক সীমা থেকেসাগর
- মহাসাগর
- দেশ বিভক্ত থাকেজলবায়ুর অবস্থা দেখানো হয়
A,B
20679. পতিভূ অনুপাতের সাহায্যে মানচিত্রের দূরত্ব যখন ১ সেন্টিমিটার তখন ভূমির দূরত্ব কত?
- ১০০ সেন্টিমিটার
- ১০ সেন্টিমিটার
- ১০০০ সেন্টিমিটার
- ১০০০ সেন্টিমিটার
20680. GIS-এর পূর্ণরূপ কী?
- Globalization Information System
- Geographical Information Sunvey
- Geographical Information System
- Global Indintity System
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানচিত্র-পঠন-ও-ব্যবহার - এসএসসি-ভুগোল ও পরিবেশ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2068"