ব্যাংকের-আমানত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1672
16711. চলতি ও সঞ্চয়ী হিসাব বন্ধ করতে হলে কার বরাবর আবেদন করতে হয়?
- পরিচালকের
- চেয়ারম্যানের
- ব্যবস্থাপকের
- কর্মকর্তার
16712. ব্যাংক আমানত উদ্দেশ্যের প্রেক্ষাপট গুলো হলো-
- আমানতকারী
- ব্যাংক
- ব্যষ্টিক অর্থনতি
A,B,C
16713. ব্যাংকে টাকা রাখা কী ধরনের বিনিয়োগ?
- ঝুঁকিহীন বিনিয়োগ
- ঝুঁকিযুক্ত বিনিয়োগ
- কম ঝুঁকিযুক্ত বিনিয়োগ
- অধিক লাভজনক বিনিয়োগ
16714. পাস বইয়ের বিকল্প হিসেবে কী ব্যবহৃতহ হয়?
- সূত্র
- চেক নম্বর
- টাকার পরিমাণ
- নমিনির নাম
16715. চলতি হিসাব কত প্রকার?
- দু প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
16716. সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে অভিন্নতা রয়েছে-
- চেক বই সরবরাহে
- সুদ প্রাপ্তিতে
- অর্থ উত্তোলনের বাধ্যবাধকতায়
B,C
16717. FDR কী?
- চলতি হিসাবের রসিদ
- আমানতকারী হিসাবের রসিদ
- সঞ্চয়ী হিসাবের রসিদ
- স্থায়ী আমানত রসিদ
16718. বিমা সঞ্চয়ী হিসাবে কোন ধরনের বিমার সুবিধা পাওয়া যায়?
- ডাক জীবন বিমা
- জীবন বিমা
- অগ্নি বিমা
- নৌ বিমা
16719. কোন প্রতিষ্ঠানের হিসাব খোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের সত্যায়িত প্রতিলিপি প্রদান করতে হয়?
- যৌথমূলধনী কোম্পানি
- একমালিকানা ও অংশীদারি প্রতিষ্ঠান
- একমালিকানা প্রটিষ্ঠান
- অংশীদারি প্রতিষ্ঠান
16720. হারুন সরকারি তিতুমীর কলেজের একজন দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাবা তাকে প্রতিদিন ৫০ টাকা টিফিন বাবদ দেয়। হারুন সম্পূর্ণ টাকা টিফিন বাবদ খরচ না করে প্রতিদিন ২০ টাকা করে রেখে দেয়। হারুণের বন্ধু তাহিরের বাবা একজন ব্যাংক কর্ম কর্তা। হারুণ তার কাছ থেকে জানতে পারে প্রতিদিনের টাকা কীভাবে ব্যাংকে জমা রাখা যায়।হারুনের জন্য কোন হিসাব উপযোগী?
- সঞ্চয়ী হিসাব
- চলতি হিসাব
- স্থায়ী হিসাব
- সঞ্চয়ী ও স্থায়ী হিসাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকের-আমানত - এসএসসি-finance-banking-11 -"