ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1805
18041. নিচের কোনটি ইসলামিক ব্যাংক?
- বাংলাদেশ কমার্স ব্যাংক লি.
- এক্সিম ব্যাংক লি.
- পূবালী ব্যাংক লি.
- সিটি ব্যাংক লি.
18042. যৌথ মালিকানায় গঠিত হয়েও স্ব স্ব সত্তা অক্ষুণ্ন রেখে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন ও নিয়ন্ত্রণ করে কোন ধরনের ব্যাংক?
- শাখা ব্যাংক
- চেইন ব্যাংক
- গ্রুপ ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
18043. বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংককে কী বলা হয়?
- সমবায়ী ব্যাংকিং ব্যবস্থা
- সহযোগী ব্যাংকিং ব্যবস্থা
- বেআইনি ব্যাংকিং ব্যবস্থা
- আইনসংগত ব্যাংকিং ব্যবস্থা
18044. ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে কোন নীতির ওপর?
- তারল্য নীতি
- সুনামের নীতি
- দক্ষতার নীতি
- মিতব্যয়িতার নীতি
18045. ব্যাংক মক্কেলের পক্ষে কী হিসেবে কাজ করে?
- বিনিয়োগকারী
- অছি
- সাহায্যকারী
- ব্যবস্থাপক
18046. বাংলাদেশ সরকার সাধারণত কোন ধরনের বাজেট প্রণয়ন করে?
- সম্পূর্ণ বাজেট
- ঘাটতি বাজেট
- পরিকল্পিত বাজেট
- স্বয়ংসম্পূর্ণ বাজেট
18047. কোন ব্যবসায়টি ব্যাংকিং ব্যবসায়ে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে?
- ঘাটতি বাজেট
- ব্যাংকিং পণ্য
- ইলেকট্রনিক ব্যাংকিং
- মনিটরিং
18048. কারবারি সংগঠনভিত্তিক ব্যাংকগুলো হলো-
- একমালিকানা ব্যাংক
- অংশীদারি ব্যাংক
- রাষ্ট্রীয় মালিকানাভিত্তিক ব্যাংক
A,B,C
18049. কোন নীতি অনুসরণ করলে ব্যাংকের কার্য দক্ষতার মান বৃদ্ধি পায়?
- দক্ষতার নীতি
- বিশেষায়ণের নীতি
- মুনাফার নীতি
- বিনিয়োগ নীতি
18050. যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংক ব্যবসায়ের-
- আকার
- গঠন
- উদ্দেশ্য
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন - এসএসসি-finance-banking-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1805"