ব্যাংক-তহবিলের-উৎস-ও-ব্যবহার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1113
11121. স্বল্পমেয়াদি তহবিলের প্রধান উৎস কী?
- পরিশোধিত মূলধন
- অবণ্টিত মুনাফা
- সঞ্চিতি তহবিল
- আমানত
11122. ব্যাংক বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করে কেন?
- মুনাফা অর্জনের জন্য
- অধিক লভ্যাংশ প্রদানের জন্য
- বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগের
- ব্যাংক হার বৃদ্ধির জন্য
11123. “ক” ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন, বিভিন্ন প্রকার সঞ্চিতি তহবিল, প্রাপ্ত শেয়ার প্রিমিয়াম, বোনাস শেয়ার ও অবণ্টিত মুনাফা ব্যাংকটির তহবিল গঠনে কী হিসেবে ব্যবহৃত হয়?
- নিজস্ব তহবিল
- বাহ্যিক তহবিল
- ধার করা তহবিল
- স্বল্পমেয়াদি তহবিল
11124. একটি ব্যাংকের জীবনীশক্তির মূল উৎস কোনটি?
- জামানত
- ঋণ
- আমানত
- তহবিল
11125. রিন্টু একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বন্ধু তাকে ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলার জন্য আগ্রহী করে তুলল। রিন্টুর সঞ্চয় প্রবণতা ব্যাংক তহবিলের কোন ধরনের উৎস তৈরি করে?
- স্বল্পমেয়াদি তহবিল
- দীর্ঘমেয়াদি তহবির
- ব্যাংক তহবিল
- অভ্যন্তরীণ তহবিল
11126. কোনটি দীর্ঘমেয়াদি ঋণ?
- ধার
- নগদ ঋণ
- ওভারড্রাফট
- তলবি ঋণ
11127. ব্যাংকের দীর্ঘমেয়াদি তহবিলের প্রথম ও প্রধান উৎস কোনটি?
- বিধিবদ্ধ রিজার্ভ
- সাধারণ রিজার্ভ
- স্থায়ী আমানত
- পরিশোধিত মূলধন
11128. লভ্যাংশ সমতাকরণ তহবিল, গুপ্ত সঞ্চিতি তহবিল ইত্যাদির সমন্বয়ে কোন ধরনের তহবিল গড়ে ওঠে?
- সঞ্চিতি তহবিল
- সাধারণ রিজার্ভ
- বিধিবদ্ধ রিজার্ভ
- অন্যান্য সঞ্চিতি তহবিল
11129. সাকসেস ব্যাংক তাদের প্রসার কার্যক্রমের জন্য শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিলর তৈরি করে, যেটি ব্যাংকটিতে দীর্ঘমেয়াদের জন্য তহবিলের নিশ্চয়তা প্রদান করবে। ব্যাংকটির এ ধরনের তহবিলের প্রধান অংশ কোনটি?
- পরিশোধিত মূলধন
- ব্যাংক ঋণ
- স্থায়ী আমানত
- সঞ্চিতি তহবিল
11130. ব্যাংকের আগাম কী?
- ঋণ
- দেনা
- পাওনা
- বিনিয়োগ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যাংক-তহবিলের-উৎস-ও-ব্যবহার - এইচএসসি-অর্থনীতি ২য়পত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1113"