ব্যাংক জব নিয়োগ পরীক্ষা – বাংলা – বাংলা গ্রন্থ ও গ্রন্থকার

জসিম উদ্দীন (১৯০৩-১৯৭৬)

 

কবির রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে রাখালী (কবির প্রথম গ্রন্থ), নকশী কাথার মাঠ (কবির শ্রেষ্ঠ রচনা), সোজন বাদিয়ার ঘাট, বালুচর, মাটির কান্না, রূপবতী, মা যে জননী কান্দে, ধানক্ষেত, সূচয়িনী।লেখকের নাটকগুলো হচ্ছে বেদের মেয়ে, পল্লীবধূ, মধুমালা, পদ্মপার, গ্রামের মায়া।

বোবা কাহিনী জসিম উদ্দীন রচিত উপন্যাস।

চলে মুসাফির, যে দেশে মানুষ বড়, হলদে পরীর দেশ লেখকের ভ্রমণকাহিনী মূলক গ্রন্থ।

সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪)

জন্মঃ ১৯০৪ সালের ১৩ই সেপ্টেম্বর সিলেট জেলায়;
মৃত্যুঃ ১৯৭৪ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকায়।

সাহিত্যকর্মঃ
উপন্যাসঃ অবিশ্বাস্য, শবনম, তুলনাহীনা (শেষ উপন্যাস);

ভ্রমণকাহিনীঃ দেশে বিদেশে (কাবুল শহরের কাহিনী);

রম্যগল্পঃ পঞ্চতন্ত্র, চাঁচা কাহিনী, ময়ূরকণ্ঠী, টুনিমেম;

ছোটগল্পঃ পাদ

টীকা।

বিভিন্ন পরীক্ষায় আসা কিছু মূল্যবান তথ্যঃ

কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন- সৈয়দ মুজতবা আলী;

রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত- সৈয়দ মুজতবা আলী;

“দেশে বিদেশে” বইয়ে কোন শহরের কথা প্রাধান্য পেয়েছে- কাবুল;

আলীর রচনা নয়- পথে প্রবাসে (এটা অন্নদা শঙ্কর রায়ের ভ্রমণকাহিনী)।

বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪)

রবীন্দ্রনাথের পর বুদ্ধদেব বসুকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়।

বুদ্ধদেব বসু  কবি হিসেবে খ্যাত- ত্রিশ দশকে

তার রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দীর বন্দনা, কঙ্কাবতী।

প্রবন্ধঃ হঠাৎ আলোর ঝলকানি।

তার উল্লেখযোগ্য কাব্যনাট্য হচ্ছে তপস্বী তরঙ্গিনী, কলকাতার ইলেকট্রা 3 সত্যসন্ধ।

নির্জন স্বাক্ষর, জঙ্গম, তিথিডোর বুদ্ধদেব রচিত উপন্যাস।
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)
মার্কসবাদী উপন্যাসিক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তার রচিত উপন্যাস হচ্ছে জননী, পদ্মা নদীর মাঝি, নুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য।
সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯)

তার রচিত কাব্য গ্রন্থ হচ্ছে সাঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক। লেখিকার শিশুতোষ গ্রন্থ হচ্ছে ইতল বিতল, নওল কিশোরের দরবারে। <কেয়ার কাটা (লেখিকার প্রথম গ্রন্থ) লেখিকার গল্পগ্রন্থ।

লেখিকার আত্নজীবনী হচ্ছে একালে আমাদের কাল।
আহসান হাবীব (১৯১৭-১৯৮৫)

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রিশেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব।

তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে অরণ্যে নীলিমা, রানী খালের সাকো।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline