📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ব্যাংক জব নিয়োগ পরীক্ষা ইংরেজি Tense

ব্যাংক জব নিয়োগ পরীক্ষা ইংরেজি Tense

 

Tense (কাল): Tense অর্থ কাল বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে। ল্যাটিন শব্দ ‘tempus’ থেকে tense শব্দটি এসেছে। tempus অর্থ সময়।

Tense-এর প্রকারভেদ: Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার। যথা:
১) Present tense (বর্তমান কাল)
২) Past tense (অতীত কাল)
৩) Future tense (ভবিষ্যৎ কাল)

১. Present tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে। যেমন: I go to school,
He writes a letter, He draws a picture.
২. Past tense (অতীত কাল): যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এর past tense বা অতীত কাল বলে।
যেমন: I went to school. He wrote a letter yesterday. He drew a picture.
৩. Future tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর future tense বা ভবিষ্যৎ কাল বলে।
যেমন: I shall buy a pen. I shall go to Dhaka.

They will play football etc.

প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা:
১) Indefinite (অনির্দিষ্ট)

২) Continuous (চলতি অবস্থা)
৩) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা) ও
৪) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)
Present tense (বর্তমান কাল)

১. Present indefinite tense: বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে verb-এর present indefinite tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও present indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়।

Structure of present simple
positive negative question
I work in a bank.
You work in a bank.
We work in a bank.
They work in a bank.
I don’t (do not) work.
You don’t (do not) work.
We don’t (do not) work.
They don’t (do not) work.
Do I work in a bank?
Do you work in a bank?
Do we work in a bank?
Do they work in a bank?
He works in a bank.
She works in a bank.
The bank opens at 9 o’clock.
He doesn’t (does not) work.
She doesn’t (does not) work.
It doesn’t (does not) open at 9 o’clock.
Does he work?
Does she work?
Does it open at 9 o’clock

 

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "ব্যাংক জব নিয়োগ পরীক্ষা ইংরেজি Tense"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved