ব্যবসায়ের-আইনগত-দিক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1345
13441. বর্তমানে সর্বাধিক প্রচলিত বিমা কয়টি?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ছয়টি
13442. ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?
- মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্যে
- পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে
- ঝুঁকি এড়ানোর জন্যে
- প্রতিযোগিতা মোকাবেলা করার উদ্দশ্যে
13443. নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের অসুবিধা নয়?
- চুক্তি বাতিলের সম্ভাবনা
- অধিক বিনিয়োগ
- কড়া মনিটরিং
- অধিক হারে কর প্রদান
13444. কখন অন্যের জীবরে ওপর বিমা করা যায়?
- মুনাফার সম্ভাবনা থাকলে
- চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে
- প্রিমিয়াম পাওয়ার সম্ভাবনা থাকলে
- বিমাযোগ্য স্বার্থ থাকলে
13445. বৈদেশিক ব্যবসায়ের ঝুঁকির কারণ-
- মূল্য প্রাপ্তিতে অনিশ্চয়তা
- পণ্য প্রেরণে বিলম্ব
- পণ্য সংগ্রহে বিলম্ব
A,B,C
13446. কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরই ব্যবসায় শুরু করতে পারে?
- যৌথমূলধনী
- অংশীদারি
- প্রাইভেট লিমিটেড কোম্পানি
- পাবলিক লিমিটেড কোম্পানি
13447. পাবলিক লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দেওয়া প্রয়োজন-
- স্মারকলিপির এক কপি
- বিবরণপত্রের এক কপি
- পরিচালক হিসেবে কাজ করার সম্মতিসূচক পত্র
A,C
13448. আবিষ্কারকে পেটেন্ট প্রদানের উদ্দেশ্য হলো-
- নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি তৈরি করতে পারবে না
- নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না
- নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি বিক্রয় করতে পারবে না
A,B,C
13449. কপিরাইট হল ব্যবসায় উদ্যোক্তাদের-
- ব্যয়
- আয়
- দায়
- সম্পদ
13450. মি. মনির ৭ বছর পূর্বে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে ব্যবসায় শুরু করেন। তবে চুক্তি মতাবেক কাজ করা থেকে বিরত থেকেছেন।
- মেয়াদ বর্ধিতের অনুমতি না নিলে
- চুক্তি ভঙ্গের কারণে
- আইনি জটিলতায়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1345"