ব্যবসায়ের-আইনগত-দিক – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 262
2611. বাংলাদেশে কত সালের প্যাটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত?
- 1911
- 1994
- 2010
- 2011
2612. ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের –
- অনুমোদন নিতে হয়
- নিবন্ধন করতে হয়
- বুদ্ধি নিতে হয়
A,B
2613. ব্রিটেনের কোন রাজা ‘The Press Act’ পাস করেন?
- প্রথম চার্লস
- দ্বিতীয় চার্লস
- ষষ্ঠ এডওয়ার্ড
- অষ্টম এডওয়ার্ড
2614. ট্রেডমার্ক আইন, ২০০৯ অনুযায়ী সর্বোচ্চ কত বছর পর্যন্ত নিবন্ধন কার্যকর হয়?
- 5
- 7
- 10
- 60
2615. বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আিইন প্রচলিত?
- 1994
- 1995
- 1996
- 1997
2616. ব্যবসায় সংক্রান্ত আইনকে কী বলে?
2617. শামিম ২০১৩ সালের বাংলা একাডেমী আয়োজিত বইমেলায় একটি গল্পের বই বের করেছে। তার বইয়ের অংশ যেন কেউ অন্যায়ভাবে নিজের বলে দাবি করতে না পারে সেজন্য সে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।শামিম নিচের কোন ব্যবস্থাটি গ্রহণ করেছে?
- পেটেন্ট
- কপিরাইট
- ট্রেডমার্ক
- বিমা
2618. বুদ্ধিভিত্তিক সৃষ্টিকর্ম রক্ষায় নিচের কোন আইনগত পদ্ধতি গ্রহণ করা হয়?
- পেটেন্ট
- বিমা
- ট্রেডমার্ক
- কপিরাইট
2619. শামিম আইনগত ব্যবস্থা গ্রহণ করায় নিচের কোন সুবিধা পাবে?
- আইনগত অধিকার
- নিজস্ব স্বার্থ সংরক্ষণ
- অন্য কেউ নকল করে প্রকাশ করলে ক্ষতিপূরণ
A,B,C
2620. ১৯৭০ সালের ভারতীয় পেটেন্ট আইনে পেটেন্ট বলতে বুঝানো হয়েছে –
- কলা
- প্রক্রিয়া
- সম্পদ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 262"