ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1380
13791. প্রতিষ্ঠানের সকল উপকরণ ও সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায় কীসের মাধ্যমে?
- ধারণা
- পরিকল্পনা
- সমন্বয়
- নির্দেশনা
13792. ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি?
- নিয়ন্ত্রণ
- প্রেষণা
- পরিকল্পনা
- সংগঠন
13793. আকরাম সাহেব রয়েল গ্রুপ প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক। একজন ব্যবস্থাপক হিসেবে আকরাম সাহেবের কার্যসমূহ হবে-
- উপায়-উপকরণ একত্রিকরণ
- কর্মীদের দায়িত্ব অর্পণ
- পারস্পরিক সম্পর্ক সৃষ্টি
A,B,C
13794. যিনি নেতৃত্ব দেন তাকে কী বলা হয়?
- নেতা
- পরিচালক
- সহকর্মী
- ব্যবস্থাপক
13795. কর্মীদের মতামত নিয়ে যে নেতৃত্ব পরিচালিত হয় তাকে কোন ধরনের নেতৃত্ব বলে?
- মুক্ত
- গণতান্ত্রিক
- স্বৈরতান্ত্রিক
- আমলাতান্ত্রিক
13796. নিয়ন্ত্রণের মাধ্যমে নিচের কোন কাজটি করা হয়?
- ভবিষ্যৎ বাজেট প্রণয়ন
- সমন্বয় সাধন করে
- ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে
- উৎসাহ প্রদান করে
13797. কিসের ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়?
- পরিকল্পনার
- প্রেষণার
- নিয়ন্ত্রণের
- নির্দেশনার
13798. জনাব শিহাবের এ ধরনের কাজ যে ভূমিকা রাখবে তা হল-
- উৎপাদনের মান আগের চেয়ে বৃদ্ধি পাবে
- যারা সঠিক কাজ করতে পেরেছে তারা উৎসাহিত হবে
- ত্রুটি রয়েছে এরূপ ব্যক্তি ও বিভাগ কর্মক্ষেত্র আরও সতর্ক হবে
B,C
13799. বিজ্ঞাপন কেন দেওয়া হয়?
- জনসেবার জন্য
- ব্যবসায়িক প্রচারের জন্যে
- সরকারকে সহযোগিতার জন্য
- ভোক্তাকে সহযোগিতার জন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1380"