ব্যবসায়-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1262
12611. মাসুম ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে ঢাকার ধোলাইখালে একটি খাবারের দোকান চালু করেছে। মাসুমের ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূক্ত?
- সেবা শিল্প
- নির্মাণ শিল্প
- উৎপাদন শিল্প
- প্রজনন শিল্প
12612. যে প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ূ হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে কী বলে?
- প্রজনন শিল্প
- নিষ্কাশন শিল্প
- নির্মাণ শিল্প
- উৎপাদন শিল্প
12613. নিচের কোনটি সামাজিক গুরুত্বের অন্তর্গত?
- শিল্প-সংস্কৃতির বিকাশ
- জাতীয় সম্পদ বৃদ্ধি
- ব্যক্তিগত আর্ন বৃদ্ধি
- মূলধন গঠন
12614. মুনাফার উদ্দেশ্য ও ঝুঁকি নিয়ে মানুষ যে বৈধ কাজ করে তাকে কী বলে?
- ব্যবসায়
- বাণিজ্য
- বাজারজাতকরণ
- বিক্রয়
12615. ব্যবসায়ের উন্নয়ন ঘটে-
- গবেষণার
- সৃজনশীল কাজের
- প্রযুক্তির
A,B,C
12616. বিউটি পার্লার একটি-
- সামাজিক কাজ
- সেবামূলক কাজ
- অর্থনৈতিক কাজ
- ঐতিহ্যগত কাজ
12617. বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন হয় কখন?
- প্রাচীন যুগে
- মধ্যযুগে
- আধুনিক যুগে
- অত্যাধুনিক যুগে
12618. বাংলদেশ কৃষিপ্রধান দেশে পরিণত হওয়ার পেছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানটির ভূমিকা বেশি?
- প্রাকৃতিক
- সামাজিক
- অর্থনৈতিক
- রাজনৈতিক
12619. কোনটি ব্যবসায়ের আওতায় পড়ে?
- কালভার্ট বা পুল স্থাপন স্থাপন
- ঠিকাদার কর্তৃক বিদ্যালয় স্থাপন
- ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন
- মালিক কর্তৃক ইমারত তৈরি
12620. Porto Grando এর অর্থ কী?
- বৃহৎ বন্দর
- ক্ষুদ্র বন্দর
- বৃহৎ জাহাজ
- ক্ষুদ্র জাহাজ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-পরিচিতি - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1262"