ব্যবসায়-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1257
12561. আইনের পরামর্শ কী ধরণের ব্যবসায়?
- শিল্প
- বন্টন
- সেবা
AB
12562. ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি?
- সার্বভৌমত্ব
- শিল্প আইন
- আন্তর্জাতিক সম্পর্ক
- সরকারি নীতিমালা
12563. ব্যাবসায় বাণিজ্য ও শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি কাদেরকে এগিয়ে আসতে হবে?
- শিল্পপতিদের
- সবাইকে
- ব্যবসায়কে
- উদ্যোক্তাদের
12564. কোনটি উন্নত হওয়ার কারণে জাপান বিশ্বে উন্নতির শীর্ষে অবস্থান করছে?
- উৎপাদন
- যোগাযোগ
- ব্যবসা-বাণিজ্য
- সেবা
12565. আধুনিক যুগে এটিএম কার্ডের মাধ্যমে-
- অর্থ উত্তোলন করা যায়
- বিল পরিশোধ করা যায়
- হিসাব স্থাপনান্তর করা যায়
A,B
12566. মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকান্ড ব্যবসায় হিসেবে গণ্য হওয়ার পূর্বশর্ত হল-
- দেশের প্রচলিত আইনে বৈধ হওয়া
- সুবিধাজনক স্থান নির্বাচন করা
- সঠিক উপায়ে পরিচালিত হওয়া
A,C
12567. ভূমি কোন পরিবেশের উপাদান?
- প্রাকৃতিক
- অর্থনৈতিক
- সামাজক
- রাজনৈতিক
12568. কোনো দেশের সরকার, আইন ও রাজনৈতিক অবস্থার সমন্বয়ে সৃষ্টি হয়-
- রাজনৈতিক পরিবেশ
- সামাজিক পরিবেশ
- অর্থনৈতিক পরিবেশ
- মানবিক পরিবেশ
12569. শরীফ রেস্টুরেন্টে মরা মুরগি কম দামে ক্রয় করে ভোক্তাদেরকে পরিবেশন করেন। এটি তার কোন ধরণের কর্মকান্ড?
- অনৈতিক কর্মকান্ড
- সেবামূলক কর্মকান্ড
- জনকল্যাণমূলক কর্মকান্ড
- মুনাফাজাতীয় কর্মকান্ড
12570. কোনটি ব্যবসায় পরিবেশের সামাজিক উপাদান?
- জলবায়ু
- মূলধন
- জাতি
- সার্বভৌমত্ব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-পরিচিতি - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1257"