ব্যবসায়-পরিকল্পনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1360
13591. ব্যবসায় সমস্যা কয়টি সময়ে উদ্ভব হতে পারে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
13592. বিক্রয় হিসাব কীভাবে রাখা উচিত?
- সাবধানতার সাথে
- বাস্তবতার ভিত্তিতে
- পরিকল্পনার ভিত্তিতে
- ব্যবস্থাপকের মতামতের ভিত্তিতে
13593. ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করবে-
- শিল্পোদ্যোক্তা নিজে
- কোনো বিশেষজ্ঞের সাহায্য নিয়ে
- শিক্ষকের সাহায্য নিয়ে
A,B
13594. উদ্যোক্তাকে ঋণদানের পূর্বে ঋণদাতা কোনটি বিশ্লেষন করে থাকে?
- ব্যবসায় পরিকল্পনা
- ব্যবস্থাপনা
- নীতি নির্ধারণ
- সংগঠন
13595. কোনটির ওপর প্রকল্প নির্বাচন নির্ভর করে?
- অনুমানের ওপর
- চাহিদার ওপর
- পরিকল্পনার ওপর
- ব্যবস্থাপনার ওপর
13596. ব্যবসায়ের ব্যবস্থাপনার দলে কাকে অন্তর্ভূক্ত করতে হবে?
- অপরিচিত ব্যক্তিকে
- পরিচিত ব্যক্তিকে
- বিশেষ সদস্যকে
- ভোক্তাকে
13597. ব্যবসায়ের ধারণা মূল্যায়ন করা হয় কোন পদ্ধতিতে?
- ম্যাক্রোস্ক্রিনিং
- মাইক্রোস্ক্রিনিং
- পরিকল্পনা
- নিয়ন্ত্রণ
13598. চাহিদা আছে কিন্তু ক্রয় সীমার মধ্যে নয় এমন দ্রব্য সরবরাহ করার জন্যে কাকে বিকল্প ব্যবস্থা নিতে হয়?
- প্রস্তুতকারককে
- বিক্রেতাকে
- ক্রেতাকে
- পাইকারকে
13599. ব্যাংক ঋণ অর্থসংস্থানের কোন ধরনের উৎস?
- অভ্যন্তরীন
- বৈদেশিক
- বাহ্যিক
- দেশীয়
13600. ব্যবসায় পরিকল্পনার ক্ষেত্রে বাঞ্ছনীয় কোনটি?
- শব্দ-বাহুল্যতা
- টেকনিক্যাল শব্দ বাহুল্যতা
- সংক্ষিপ্ততা
- দুর্বোধ্যতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-পরিকল্পনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1360"