ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1286
এসএসসি-ব্যবসায় উদ্যোগ | 12851. শিল্প উদ্যোগের নব দিগন্ত উন্মোচন করেন কে?
- উদ্যোক্তা
- উদ্যোগ
- সরকার
- ব্যাংক
12852. অন্য ব্যবসায়ের ওপর নিজের ব্যবসায়ের প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষমতা সফল উদ্যোক্তার কী বলে বিবেচিত হয়?
- সাধারণ যুগ
- সাধারণ বৈশিষ্ট্য
- বিশেষ গুণ
- বিশেষ বৈশিষ্ট্য
12853. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতের উন্নয়ন সম্ভব?
- উদ্যোগ
- ব্যবসায় উদ্যোগ
- শিল্প উদ্যোগ
- যৌথ উদ্যোগ
12854. আমাদের দেশে উদ্যোগ গ্রহণে আগ্রহী ব্যক্তিগণ কেন এগিয়ে আসতে পারেন না?
- জ্ঞানের অভাব
- পর্যাপ্ত শ্রমিকের অভাব
- প্রয়োজনীয় মূলধনের অভাব
- ভূমির অভাব
12855. ঢাকার রানা প্লাজায় ইশতা ফ্যাশন হাউজ-এর মালিক কে?
- ইশতা জামান
- ইশতা আক্তার
- জনাব কামাল
- জনাব জামাল
12856. উদ্যোক্তাগণ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে সীমিত সম্পদের মধ্যে কী তৈরি করেন?
- যোগাযোগ
- সম্পর্ক
- পরিকল্পনা
- সমন্বয়
12857. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা উদ্যাক্তার কোন গুণের অন্তর্গত?
- অন্যতম গুণ
- সাধারণ গুণ
- বিশেষ গুণ
- প্রধান গুণ
12858. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কী?
- ভবিষ্যত পরিকল্পনা
- ব্যবসায় সম্প্রসারণ
- জনকল্যাণ
- উন্নয়ন
12859. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে
- মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে
- জাতীয় আর্ন বৃদ্ধি করে
A,B,C
12860. উদ্যোক্তারা কোন ধরণের কাজ করতে বেশি আনন্দ পান?
- পিছিয়ে পড়া
- পুরোনো
- চ্যালেঞ্জমূলক
- নতুন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2-কুইজ-1286"