৬। Yellow River বা হলুদ নদীর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার।

চীনের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে Bohai Sea তে।

৭। Ob নদীর দৈর্ঘ্য ৫,৪১০ কিলোমিটার।

রাশিয়া, কাজাখিস্তান , চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে Ob উপসাগরে।

৮। পারানা (Paraná) নদীর দৈর্ঘ্য ৪,৮৮০ কিলোমিটার।

ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বোলিভিয়া, উরুগুয়ে ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে Río de la Plata এ।

৯। কঙ্গো (Congo) নদীর দৈর্ঘ্য ৪,৭০০ কিলোমিটার।

কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র , এ্যাঙ্গোলা, তাঞ্জানিয়া , ক্যামেরুন , জাম্বিয়া , বুরুন্ডি , রুয়ান্ডা ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে আটলান্টিক মহাসাগরে।

১০। আমুর (Amur)নদীর দৈর্ঘ্য ৪,৪৪৪ কিলোমিটার।

রাশিয়া, চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশের মাঝ দি

অন্যান্য নদী

দানিউব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। ভলগা নদীর পর এর অবস্থান। এই নদীর তীরে গড়ে উঠেছে প্রাচীন রোম সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অসংখ্য নিদর্শন। ইউরোপের ১০টি দেশের সীমানা গিয়ে মিশেছে এই নদীর সাথে। জার্মানের ব্ল্যাক ফরেস্টে এর উৎপত্তি এবং পূর্বদিকে প্রবাহিত হয়ে ২৮৫০ কিলোমিটার গিয়েছে। চারটি দেশের রাজধানী শহরের গা ঘেঁষে দানিউব গিয়ে শেষ হয়েছে ব্ল্যাক সিতে। ১৯৯২ সালে দানিউব খাল সম্পন্ন হওয়ার ফলে এটি এখন ট্রান্স-ইউরোপিয়ান জলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্ল্যাক সি থেকে রটরডাম হয়ে নর্থ সিতে যেতে এই পথ এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। –

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline