উত্তর আমেরিকা মহাদেশ :
পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ : উত্তর আমেরিকা।
উত্তর আমেরিকা মহাদেশের আয়তন : ২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার বর্গ কিমি।
উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর মোট আয়তনের ১৬.৫ শতাংশ।
উত্তর আমেরিকা মহাদেশের জনসংখ্যা : ৫৪ কোটি ১৭ লাখ।
উত্তর আমেরিকা মহাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব : ১৫ জন।
আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ : কানাডা।
জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম : যুক্তরাষ্ট্র (৩১ কোটি ৪৭ লাখ)।
আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ : সেন্ট কিটস এন্ড নেভিস।
জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ : সেন্ট কিটস এন্ড নেভিস।
উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু : ম্যাককিনলি (যুক্তরাষ্ট্র)।
উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু : ডেথ ভ্যালি (যুক্তরাষ্ট্র)।
উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ : সুপিরিয়র।
উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম : মিসিসিপি।
উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান : ডেথ ভ্যালি (ক্যালিফোর্নিয়া)।
উত্তর আমেরিকা মহাদেশের গভীরতম গিরিখাত : গ্র্যান্ড ক্যানিয়ন।
উত্তর ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্নকারী খালের নাম : পানামা খাল।
আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম : নায়াগ্রা।
উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি : মেক্সিকোর পোপোক্যাটপেল।
উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম পার্ক : কানাডার উড বাফেলো।
উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ : ২৩টি।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।