কচুকাটা করা-নির্মমভাবে ধ্বংস করা

কেঁচো খুড়তে সাপ-বিপদজনক পরিস্থিতি

কচু পোড়-অখাদ্য

কই মাছের প্রাণ*-যা সহজে মরে না

কচ্ছপের কামড়-যা সহজে ছাড়ে না

কুঁড়ের বাদশা-খুব অলস

কলম পেষা-কেরানিগিরি

কাক ভূষণ্ডী-দীর্ঘজীবী

কলুর বলদ-এক টানা খাটুনি

কেতা দুরস্ত-পরিপাটি

কথার কথা-গুরুত্বহীন কথা

কাছা আলগা-অসাবধান

কাঁঠালের আমসত্ত্ব-অসম্ভব বস্তু

কাঁচা পয়সা-নগদ উপার্জন

কপাল ফেরা-সৌভাগ্য লাভ

কাঁঠালের আমসত্ত্ব-অসম্ভব বস্তু

কাকতাল-আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা

কূপমণ্ডুক-সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো

কত ধানে কত চাল-হিসেব করে চলা

কাঠের পুতুল-নির্জীব, অসার

কড়ায় গণ্ডায়-পুরোপুরি

কথায় চিঁড়ে ভেজা-ফাঁকা বুলিতে কার্যসাধন

কান খাড়া করা-মনোযোগী হওয়া

কান পাতলা-সহজেই বিশ্বাসপ্রবণ

কানকাটা-নির্লজ্জ

কাছা ঢিলা-অসাবধান

কান ভাঙানো-কুপরামর্শ দান

কুল কাঠের আগুন-তীব্র জ্বালা

কান ভারি করা-কুপরামর্শ দান

কেঁচো খুড়তে সাপ-সামান্য থেকে অসামান্য পরিস্থিতি

কাপুড়ে বাবু-বাহ্যিক সাজ

কেউ কেটা-সামান্য

কেউ কেটা-গণ্যমান্য

কেঁচে গণ্ডুষ-পুনরায় আরম্ভ

কৈ মাছের প্রাণ-যা সহজে মরে না

খয়ের খাঁ*-চাটুকার

খণ্ড প্রলয়-ভীষণ ব্যাপার

খাল কেটে কুমির আনা-বিপদ ডেকে আনা

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline