ম
মগের মুল্লুক-অরাজক দেশ-
মুখে দুধের গন্ধ-অতি কম বয়স
মণিকাঞ্চন যোগ-উপযুক্ত মিল
মুস্কিল আসান-নিষ্কৃতি
মন না মতি-অস্থির মানব মন
মেনি মুখো-লাজুক
মড়াকান্না-উচ্চকণ্ঠে শোক প্রকাশ
মাকাল ফল-অন্তঃসারশূণ্য
মাছের মায়ের পুত্রশোক-কপট বেদনাবোধ
মিছরির ছুরি-মুখে মধু অন্তরে বিষ
মশা মারতে কামান দাগা-সামান্য কাজে বিরাট আয়োজন
মুখে ফুল চন্দন পড়া-শুভ সংবাদের জন্য ধন্যবাদ
মুখ চুন হওয়া-লজ্জায় ম্লান হওয়া
মেছো হাটা-তুচ্ছ বিষয়ে মুখরিত
য
যক্ষের ধন-কৃপণের ধন
যমের অরুচি-যে সহজে মরে না
র
রত্নপ্রসবিনী-সুযোগ্য সন্তানের মা
রাবণের গুষ্টি-বড় পরিবার
রাঘব বোয়াল-সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি
রায় বাঘিনী-উগ্র স্বভাবের নারী
রাবণের চিতা-চির অশান্তি
রাজ যোটক-উপযুক্ত মিলন
রাশভারি-গম্ভীর প্রকৃতির
রাহুর দশা-দুঃসময়
রাই কুড়িয়ে বেল-ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
রুই-কাতলা-পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি
রাজা উজির মারা-আড়ম্বরপূর্ণ গালগল্প
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।