(বাংলা ব্যাকরণ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে ।)

বাগধারা ও প্রবাদ-প্রবচনঃ

অকাল কুষ্মাণ্ড-অপদার্থ, অকেজো

অষ্টরম্ভা-ফাঁকি

অক্কা পাওয়া-মারা যাওয়া

অথৈ জলে পড়া-খুব বিপদে পড়া

অগাধ জলের মাছ-সুচতুর ব্যক্তি

অকূল পাথার***-ভীষণ বিপদ

অর্ধচন্দ্র-গলা ধাক্কা

অন্ধকারে ঢিল মারা-আন্দাজে কাজ করা

অন্ধের যষ্ঠি-একমাত্র অবলম্বন

অমৃতে অরুচি-দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা

অন্ধের নড়ি-একমাত্র অবলম্বন

অগস্ত্য যাত্রা-চির দিনের জন্য প্রস্থান

অগ্নিশর্মা-নিরতিশয় ক্রুদ্ধ

অল্পবিদ্যা ভয়ংকরী-সামান্য বিদ্যার অহংকার

অগ্নিপরীক্ষা-কঠিন পরীক্ষা

অনধিকার চর্চা-সীমার বাইরে পদক্ষেপ

অগ্নিশর্মা-ক্ষিপ্ত

অরণ্যে রোদন-নিষ্ফল আবেদন

অগাধ জলের মাছ-খুব চালাক

অহি-নকুল সম্বন্ধ*-ভীষণ শত্রুতা

অতি চালাকের গলায় দড়ি-বেশি চাতুর্যের পরিণাম

অন্ধকার দেখা-দিশেহারা হয়ে পড়া

অতি লোভে তাঁতি নষ্ট-লোভে ক্ষতি

অমাবস্যার চাঁদ**-দুর্লভ বস্তু

অদৃষ্টের পরিহাস-বিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা

অনুরোধে ঢেঁকি গেলা-অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া

*সমার্থক বাগধারা : দা-কুমড়া সম্পর্ক

**সমার্থক বাগধারা : ডুমুরের ফুল

***সমার্থক বাগধারা : সখাত সলিলে

আকাশ কুসুম-অসম্ভব কল্পনা

আকাশের চাঁদ হাতে পাওয়া-দুর্লভ বস্তু প্রাপ্তি

আকাশ পাতাল-প্রভেদ, প্রচুর ব্যবধান

আদায় কাঁচকলায়-শত্রুতা

আকাশ থেকে পড়া-অপ্রত্যাশিত

আদা জল খেয়ে লাগা-প্রাণপণ চেষ্টা করা

আকাশের চাঁদ-আকাঙ্ক্ষিত বস্তু

আক্কেল গুড়ুম-হতবুদ্ধি, স্তম্ভিত

আগুন নিয়ে খেলা-ভয়ঙ্কর বিপদ

আমড়া কাঠের ঢেঁকি-অপদার্থ

আগুনে ঘি ঢালা-রাগ বাড়ানো

আকাশ ভেঙে পড়া-ভীষণ বিপদে পড়া

আঙুল ফুলে কলাগাছ-অপ্রত্যাশিত ধনলাভ

আমতা আমতা করা-ইতস্তত করা, দ্বিধা করা

আঠার আনা-সমূহ সম্ভাবনা

আটকপালে*-হতভাগ্য

আদায় কাঁচকলায়-তিক্ত সম্পর্ক

আঠার মাসের বছর-দীর্ঘসূত্রিতা

আহ্লাদে আটখানা-খুব খুশি

আলালের ঘরের দুলাল

অতি আদরে নষ্ট পুত্র

আক্কেল সেলামি-নির্বুদ্ধিতার দণ্ড

আকাশে তোলা-অতিরিক্ত প্রশংসা করা

আঙুল ফুলে কলাগাছ-হঠাৎ বড়লোক

আষাঢ়ে গল্প-আজগুবি কেচ্ছা

সমার্থক বাগধারা : ইঁদুর কপালে

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline