(বাংলা ব্যাকরণ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে ।)

মনের ভাব প্রকাশের বাহন ভাষা।

বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি লোক মান্দারিন ভাষায় কথা বলে।

বর্তমানে পৃথিবিতে ভাষার সংখ্যা  সাড়ে তিন হাজার / ৩৫০০ এর উপরে।
ভাষা ভাষী ( এই ভাষায় কথা বলে যারা ) জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ তম ভাষা।
বাংলাদেশ ছাড়াও বাংলায় কথা বলে -পশ্চিম বঙ্গের জনসাধারণ এবং বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষ।
বর্তমানে পৃথিবীতে  বাংলা প্রায় চব্বিশ কোটি / ২৪ কোটি লোকের ভাষা।

বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগন যে ভাষায় কথা বলে তাকে বলে আঞ্চলিক কথ্য ভাষা / উপভাষা।
উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত এ ভাষাই – আদর্শ চলিত ভাষা।

পৃথিবীর অধিকাংশ ভাষার রীতি-২ টি। কথ্য এবং লেখ্য।
ভাষার মৌখিক বা কথ্য রূপের আবার রয়েছে -২ টি রীতি।

(১) আদর্শ চলিত রীতি।
(২)আঞ্চলিক কথ্য উপভাষা বা আঞ্চলিক কথ্য রীতি।
লৈখিক বা লেখ্য রূপেরও রয়েছে -২ টি রীতিঃ
(১) চলিত রীতি।
(২) সাধু রীতি।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline