তারা মসজিদঃ

১) তারা মসজিদ ঢাকার আরমানিটোলায় অবস্থিত
২) তারা মসজিদ অষ্টাদশ শতকে নির্মিত
৩) তারা মসজিদ নির্মাণ করেন মীর্জা গোলাম পীর যিনি মির্জা আহমেদ খান নামে অধিক পরিচিত
৪) ১৯২৬ সালে আলিজান বেপারী মসজিদ তি সংস্কার করে গম্বুজ থেকে দেয়াল পর্যন্ত সব জায়গা রঙ্গিন টাইলস (তারকা আকৃতি ) দিয়ে চিত্রিত করেন । সেই থেকে এর নাম তারা মসজিদ
৫) বাংলাদেশের ১০০ টাকার ( পুরাতন ) নোট এ তারা মসজিদ এর ছবি রয়েছে

ষাট গম্বুজ মসজিদঃ

১) ষাট গম্বুজ মসজিদ . বাগেরহাটে খান জাহান আলীর মাজার হতে ২ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত
২) বাংলাদেশের সব চেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হল ষাট গম্বুজ মসজিদ
৩) ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন খান জাহান আলী
৪) এই মসজিদে মোট গম্বুজ রয়েছে একাশি টি
৫) মসজিদ টির উপরে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি বড় গম্বুজ রয়েছে

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline