বিভিন্ন উপজাতিদের আবাসস্থলঃ
চাকমা-পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতি
ত্রিপুরা-চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
মারমা-খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
রাখাইন-বান্দরবান, কক্সবাজার ও পটুয়াখালী
খুমী-পটুয়াখালী ও কক্সবাজার
পাংখো-বান্দরবানের লামা, রুমা ও থানচি থানায়
মুরং/ম্রো-বান্দরবান
মগ-বান্দরবান
লুসাই-খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী
বনজোগী -রাঙামাটি
তঞ্চংগা-বান্দরবানের গহীন অরণ্যে
চক -রাঙামাটি
কুকি-বান্দরবানের লামা থানায়
খ্যাং- রাঙামাটি
গারো-ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোনা
হাজং-ময়মনসিংহ ও নেত্রকোনা
হদি-নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বারহাট্টায়
হাদুই-নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বিরিশিরি
সাঁওতাল-রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর
ওঁরাও-বগুড়া ও রংপুর
রাজবংশী-রংপুর
মণিপুরী -সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ
খাসিয়া -সিলেটের জৈয়ন্তিকা পাহাড়ে
পাত্র-সিলেট
বাওয়ালী-সুন্দরবন
মৌয়ালী-সুন্দরবন
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর