বিসিএস প্রিলিমিনারি আর্ন্তজাতিক বিষয়াবলি খেলাধুলা

অলিম্পিক গেইমসঃ

> অলিম্পিক গেমসের সূচনা হয় : খ্রিষ্টপূর্ব চতুর্দশ শতাব্দীতে গ্রিসে।

> প্রাচীন অলিম্পিকের ব্যাপ্তিকাল : খ্রিষ্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

> প্রাচীন অলিম্পিক প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয় : খ্রিষ্টপূর্ব ৭৭৬ সালে।

> আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা হয় : ২৩ জুন ১৮৯৪ সালে (প্যারিস, ফ্রান্স)।

> আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্টের মেয়াদকাল : ৪ বছর।

আধুনিক অলিম্পিক গেইমস এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

> আধুনিক অলিম্পিকের জন্ম : ১৮৯৬ সালে।

> IOC-এর পূর্ণরূপ : International Olympic Committee .

> বিশ্ব অলিম্পিকের প্রতীক : পরস্পর সংযুক্ত ৫টি রঙের বৃত্ত।

> আধুনিক অলিম্পিকের প্রবর্তক : ব্যারন পিয়ারে দ্য কুবার্তা (ফ্রান্স)।

> IOC-এর বর্তমান সদস্য সংখ্যা : ২০৫।

> IOC-এর সদর দপ্তর : লুজান, সুইজারল্যান্ড।

> অলিম্পিক গেমসের অফিসিয়াল ভাষা : ইংরেজী ও ফরাসি।

> অলিম্পিক জাদুঘর অবস্থিত : লুজান, সুইজারল্যান্ড।

> আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় : ৪ বছর পর পর।

> প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল : এথেন্স, গ্রিস।

> আধুনিক অলিম্পিকের অপর নাম : গ্রীষ্মকালীন অলিম্পিক।

> অলিম্পিক পতাকা প্রথম উত্তোলন করা হয় : এন্টওয়ার্প অলিম্পিকে (১৯২০ সালে)।

> অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী : ব্যারন পিয়ারে দ্য কুবার্তা।

> অলিম্পিক শিকার প্রবর্তন হয় : ১৯২৮ সালে, আমস্টারডাম অলিম্পিক থেকে।

> অলিম্পিক পতাকায় রং রয়েছে : লাল, নীল, সবুজ, হলুদ ও কালো।

> বৃত্তগুলোর রং দ্বারা কোন মহাদেশে বোঝায় : হলুদ-এশিয়া; নীল-ইউরোপ; কালো-আফ্রিকা; সবুজ-ওশেনিয়া ও লাল-আমেরিকা।

> অলিম্পিক ম্যারাথনের দৈর্ঘ্য : ২৬ মাইল ৩৮৫ গজ।

> ১৯২৮ সালে অলিম্পিকে প্রথম নারী অংশগ্রহণ করেন।

> প্রথম আধুনিক অলিম্পিকে ১৩টি দেশ অংশগ্রহণ করেছিল।

> শীতকালীন অলিম্পিক শুরু হয় : ১৯২৪ সাল (ফ্রান্সের চ্যামোনিক্সে)।

> আটলান্টা অলিম্পিক ১৯৯৬-এ কয়টি নতুন খেলা অন্তর্ভূক্ত হয় : ১১টি।

> এশিয়ার কোন দেশের ক্রীড়াবিদ অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতেন : জাপান।

> প্রতিবন্ধীদের জন্য যেআন্তরর্জাতিক অলিম্পিক অনুষ্ঠিত হয় তার নাম : প্যারা অলিম্পিক।

> সিডনি অলিম্পিকে নতুন সংযোজিত ইভেন্ট : সিনক্রোনাইজড সাঁতার।

> ২০০৮ সালের অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : বেইজিং, চীন।

> ২০১২ সালের অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে : ২৭ জুলাই-১২ আগষ্ট, লন্ডন, ইংল্যান্ড।

> এশিয়ায় সর্বপ্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় : ১৯৬৪ সালে, জাপানের টোকিওতে।

> স্পেশাল অলিম্পিকের সূচনা করেন : ইউনাইস কেনেডি শ্রাইভার (যুক্তরাষ্ট্র)।

> স্পেশাল অলিম্পিকের মূলমন্ত্র : সাহস, অংশীদারিত্ব, দক্ষতা ও আনন্দ।

> ২০০৭ সালের স্পেশাল অলিম্পিক অনুষ্ঠিত হয় : ০২-১১ অক্টোবর; সাংহাই, চীন।

> প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় : ১৯২৪ সালে, চ্যামোনিস্ক, ফ্রান্স।

> ২১তম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় : ২০১০ সালে, ভ্যাস্কুভার, কানাডা।

> ২২তম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় : ২০১৪ সালে, সোচি, রাশিয়া।

> দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোন কোন সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি : ১৯৪০ এবং ১৯৪৪ সালে।

> প্রথম গ্রীষ্মকালীন প্যারা-অলিম্পিক অনুষ্ঠিত হয় : ১৮-২৫ সেপ্টেম্বর ১৯৬০; রোম, ইতালি।

> ত্রয়োদশ গ্রীষ্মকালীন প্যারা-অলিম্পিক অনুষ্ঠিত হয় : ৬-১৭ সেপ্টেম্বর ২০০৮; বেইজিং, চীন।

> চতুর্দশ গ্রীষ্মকালীন প্যারা-অলিম্পিক অনুষ্ঠিত হবে : ২৯ আগষ্ট-৯ সেপ্টেম্বর ২০১২; লন্ডন, ব্রিটেন।

> আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট : জ্যাক রোগে বেলজিয়াম ২০০১ বর্তমান।

> গ্রীষ্মকালীন অলিম্পিকের মাসকট : ফুয়া ২০০৮।

> গ্রীষ্মকালীন অলিম্পিকের মাসকট : ওয়েনলক ২০১২।

> অলিম্পিকের ২৮তম আয়োজন, ভেন্যু ২০০৪ এথেন্স, গ্রিস ও ফুটবলে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

> অলিম্পিকের ২৯তম আয়োজন, ভেন্যু ২০০৮ বেইজিং, চীন ও ফুটবলে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline