বিসিএস -> প্রিলিমিনারি -> আন্তর্জাতিক বিষয়াবলি -> খেলাধুলা

মহিলা বিশ্বকাপ ফুটবল:

> প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১৯৯১ সালে (চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র)।

> ২০০৭ সালে পঞ্চম মহিলা বিশ্বকাপ ফুটবল-এ চ্যাম্পিয়ন হয় : জার্মানি।

> ২০১১ সালে ষষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে : জার্মানি।

ফিফা কনফেডারেশন কাপ:

> প্রথম ফিফা কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হয় : ১৯৯২ সালে (চ্যাম্পিয়ন আর্জেন্টিনা)।

> ফিফা কনফেডারেশন কাপের পূর্বনাম : কিং ফাহাদ কাপ (১৯৯৭ সালের নাম পরিবর্তন করা হয়)।

> ২০০৫ সাল থেকে ফিফা কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হয় বছর পর পর : ৪ বছর।

> ফিফা কনফেডারেশন কাপে অংশগ্রহণকারী দল : ৮টি।

> ফিফা কনফেডারেশন কাপে অংশগ্রহণকারী দল : ছয় মহাদেশীয় চ্যাম্পিয়ন দল, স্বাগতিক দেশ ও ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল।

> ২০০৯ সালে অষ্টম ফিফা কনফেডারেশন কাপ-এ চ্যাম্পিয়ন হয় : ব্রাজিল।

> ২০১৩ সালে নবম ফিফা কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে : ব্রাজিলে।

বিশ্ব যুব ফুটবল:

> বিশ্ব যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ শুরু হয় : ১৯৭৭ সালে, তিউনিশিয়া।

> প্রথম বিশ্ব যুব ফুটবলে চ্যাম্পিয়ন হয় : সোভিয়েত ইউনিয়ন।

> ১৮তম বিশ্ব যুব ফুটবল অনুষ্ঠিত হবে : ২০১১ সালে, কলম্বিয়া।

> ২০০৯ সালে বিশ্ব যুব ফুটবলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় : যথাক্রমে ঘানা ও ব্রাজিল।

এশিয়া কাপ ফুটবল:

> প্রথম এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১৯৫৬ সালে (চ্যাম্পিয়ন দ. কোরিয়া)।

> এশিয়ান ফুটবল কনফেডারেশনের বর্তমান সদস্য : ৪৬ (সর্বশেষ অষ্ট্রেলিয়া, ১ জানুয়ারি ২০০৬)।

> ২০০৭ সালের ১৪তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় : ইরান।

> ২০১১ সালের ১৫তম এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হবে : কাতার।

ইউরো ফুটবল:

> ইউনিয়ন অব ইউরোপীয় ফুটবল এসোসিয়েশন (UEFA ) গঠিত হয় : ১৫ জুন ১৯৫৪ সালে।

> ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের নাম : ইউরোপীয় নেশন্স কাপ।

> প্রথম ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় : ১৯৬০ সালে, ফ্রান্সে (চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন)।

> ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ হয় বছর: ৪ বছর  পর পর

> ২০১২ সালের ইউরো ফুটবলের আয়োজন : পোল্যান্ড ও ইউক্রেন (২০১৬ সালে ফ্রান্স)।

কোপা আমেরিকা কাপ:

> কোপা আমেরিকা কাপ শুরু হয় : ১৯১৬ সালে।

> কোপা আমেরিকা কাপের আয়োজক : CONMEBOL.

> CONMEBOL ফেডারেশনভূক্ত সদস্য দেশ : ১০টি; আর্জেনিটনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনিজুয়েলা।

> ২০০৭ সালে ৪২তম কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হয় : ব্রাজিল (রানার্সআপ আর্জেন্টিনা)।

> ২০১১ সালে ৪৩ তম কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হবে : আর্জেন্টিনায়।

আফ্রিকান নেশন কাপ:

> আফ্রিকা মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের নাম : আফ্রিকান নেশন কাপ।

> প্রথম আফ্রিকান নেশন কাপ অনুষ্ঠিত হয় : ১৯৫৭ সালে, সুদানে (চ্যাম্পিয়ন মিশর)।

> ২০১০ সালের আফ্রিকান নেশন চ্যাম্পিয়ন হয় : মিশর (রানারআপ ঘানা)।

> আফ্রিকান নেশন কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে : যথাক্রমে ২০১২ সালে যৌথভাবে গ্যাবন ও নিরক্ষীয় গিনি এবং ২০১৪ সালে লিবিয়ায়।

কনকাকাফ গোল্ড কাপ:

> কনকাকাফ গোল্ড কাপের পূর্বনাম : কনকাকাফ চ্যাম্পিয়নশিপ।

> কনকাকাফ গোল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয় : ১৯৯১ সালে।

> ২০০৯ সালে কনকাকাফ গোল্ড কাপ অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন হয় : যুক্তরাষ্ট্রে, ৩-২৬ জুলাই ২০০৯; চ্যাম্পিয়ন মেক্সিকো।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline