বিসিএস -> প্রিলিমিনারি -> আন্তর্জাতিক বিষয়াবলি -> খেলাধুলা

হ্যান্ডবল খেলার গুরুত্বপূর্ণ তথ্য:

> হ্যান্ডবল খেলার প্রবর্তক : হোলজার নেলসন।

> হ্যান্ডবল খেলার মাঠের পরিমাপ : ৪০ * ২০ মিটার।

> হ্যান্ডবল খেলার গোলপোষ্টের মাপ : বিস্তার ৩ মিটার, উচ্চতা ২ মিটার।

> প্রাপ্তবয়স্ক পুরুষদের হ্যান্ডবল খেলার সময়সীমা : ১০ মিনিট বিরতিসহ ৭০ মিনিট।

> মহিলাদের হ্যান্ডবল সর্বপ্রথম অন্তর্ভূক্ত হয় : মন্ট্রিল অলিম্পিকে (১৯৭৬ সালে)।

> প্রথম আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা যে দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় : অষ্ট্রিয়া-জার্মানীর মধ্যে অনুষ্ঠিত হয় এবং খেলায় অষ্ট্রিয়া জয়লাভ করে।

বাস্কেটবল খেলার গুরুত্বপূর্ণ তথ্য:

> বাস্কেটবলের জনক : ড. জেমস নেইল স্মিথ।

> বাস্কেটবল খেলার সূচনা হয় : আমেরিকায়।

> বাস্কেটবল খেলার জন্ম : ১৮৯১ সালে, যুক্তরাষ্ট্রে।

> বাস্কেটবল কোর্টের মাপ সর্বাধিক : ৮৫ ফুট * ৪৫ ফুট।

> বাস্কেটবলে বাস্কেটের উচ্চতা : ১০ ফুট।

> আন্তর্জাতিক মানের একটি বাস্কেটবল ম্যাচের সময় : বিরতিসহ ৭০ মিনিট।

> বাস্কেটবল প্রতিযোগিতায় প্রত্যেক দলে খেলোয়াড়ের সংখ্যা : ৫ জন।

> বাস্কেটবলের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয় : ১৯৫৮ সালে।

> বিশ্ব অলিম্পিকে বাস্কেটবল অন্তর্ভূক্ত হয় : ১৯৩৬ সালে।

দাবা খেলার গুরুত্বপূর্ণ তথ্য:

> দাবা খেলার উৎপত্তি : ভারতে।

> দাবা খেলার আদি নাম : চতুরঙ্গ।

> বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্তার নাম : ফিদে (FIDE ); প্রতিষ্ঠা ২০ জুলাই ১৯২৪।

> আইসিএফ (ICF)-এর পূর্ণরূপ : ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন।

> বাংলাদেশে গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়- : নিয়াজ মোর্শেদ।

> গ্যারি কাসপারভ যে কম্পিউটারের কাছে হেরে যান তার নাম : ডিপ ব্লু।

> দাবায় সর্বোচ্চ খেতাব : গ্রান্ড মাষ্টার।

> দাবায় প্রতি মাষ্টার খেতাব অর্জনকারী উপমহাদেশের প্রথম দাবাড়ূ : বিশ্বনাথ আনন্দ।

> বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ চালু হয় : ১৮৮৬ সালে।

> দাবায় বিশ্বের সর্বকনিষ্ঠ ফিদে মাষ্টার : নওরোজ ফারহান নূর।

মুষ্টিযুদ্ধ (বক্সিং) :

> বক্সিংয়ের উদ্ভাবক : থিসিয়াস।

> বক্সিংয়ে দ্য গ্রেটেষ্ট বলা হয় : মোহাম্মদ আলীকে।

> আধুনিক অলিম্পিকে মুষ্টিযুদ্ধ অন্তর্ভূক্ত হয় : ১৯০৪ সালে।

> বর্তমানে বক্সিংয়ে অবিসংবাদিত চ্যাম্পিয়ন : লেনক্স লুইস (ইংল্যান্ড)।

> আধুনিক আইনে প্রথম বিশ্ব হেভিওয়েট মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : ১৮৯২ সালে।

> মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের বর্তমান নাম : মালিক আবদুল আজিজ।

> ডববিসি শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরষকৃত করেছে : মোহাম্মদ আলীকে।

> বক্সিংয়ে দ্রুততম দ্য কুইকেষ্ট বলা হয় : মোহাম্মদ আলীর কন্যা লায়লা আলীকে।

> মুষ্টিযুদ্ধের পিতা বলা হয় : জ্যাক ব্রাউটনকে। তিনিই প্রথম মুষ্টিযুদ্ধের নিয়ম-কানুনের প্রবর্তক।

> বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর যে কন্যা সমপ্রতি এ পেশায় প্রবেশ করেন তার নাম : লায়লা আলী।

> বক্সিংয়ের ইতিহাসে প্রথম নারী বনাম পুরুষ লড়াই অনুষ্ঠিত হয় : ৯ অক্টোবর ১৯৯৯।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline