বিপণন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1383
13821. রাস্তার পাশে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনকে কী বলে?
- প্রাচীরপত্র
- প্রদর্শনী
- বিজ্ঞাপনী ফলক
- প্রচারপত্র
13822. ক্রেতাদের নিকট পণ্যের গ্রহণযোগ্যতা কিসের উপর নির্ভর করে?
- প্রমিতকরণ
- পর্যায়িতকরণ
- মোড়কিকরণ
- গুদামজাতকরণ
13823. নিচের কোনটি বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত?
- ক্রয় ও বিক্রয়
- পরিবহন ও গুদামজাতকরণ
- প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
- সবগুলো
13824. প্রতিনিধির মাধ্যমে বিক্রয় হয়-
- টিভি
- ফ্রিজ
- ফ্যান
A,B,C
13825. ক্রেতা অনুসন্ধান বিপণনের কোন কার্যের অন্তর্ভুক্ত?
- ভোক্তা বিশ্লেষণ
- তথ্য সংগ্রহ
- বিক্রয়
- পরিবহন
13826. পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উপায়কে কী বলে?
- জরিপ
- বিক্রয়িকতা
- বিজ্ঞাপন
- বন্টন প্রণালি
13827. রেডিওর মাধ্যমে কোন ধরনের বিজ্ঞাপন দেওয়া যায়?
- জিঙ্গেল
- জাতীয় বিজ্ঞাপন
- আঞ্চলিক বিজ্ঞাপন
A,B,C
13828. বন্টনপ্রাণালিতে পাইকারের পরে কে অবস্থান করে?
- ভোক্তা
- খুচরা ব্যবসায়ী
- উৎপাদক
- এজেন্ট
13829. খুচরা ব্যবসায়ীদের ক্রয় প্রতিনিধি কাকে বলা হয়?
- ভোক্তা
- পাইকার
- উৎপাদক
- আড়তদার
13830. পণ্যের মোড়কিকরণের উদ্দেশ্যে-
- পণ্যকে সুন্দর ও আকর্ষণীয় করা
- নষ্ট বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করা
- পণ্যমূল্য লিখে রাখা
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বিপণন - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1383"