বায়ুমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2090
20891. কোন স্তরের মধ্যে দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে?
- তাপমন্ডল
- ট্রপোমন্ডল
- মেসোমন্ডল
- স্ট্রাটোমন্ডল
20892. বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্পরূপে ঘনীভূত হয় তাকে কী বলে?
- শিশিরাঙ্ক
- আদ্রতা
- হিমাঙ্ক
- অভিস্রবণ
20893. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পায়?
- স্ট্রাটোমন্ডল
- মেসোমন্ডল
- ট্রপোমন্ডল
- আয়নমন্ডল
20894. ট্রপোপজের উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত কী নামে পরিচিত?
- ট্রপোমন্ডল
- স্ট্রাটোমন্ডল
- তাপমন্ডল
- এক্সোমন্ডল
20895. বায়ুর বাষ্প ধারণ করার সীমা কোনটির ওপর নির্ভরশীল?
- তাপের
- উষ্ণতায়
- শিশিরাঙ্গের
- আর্দতার
20896. নিচের কোনটি ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য?
- উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়
- বায়ু উপরে নিচে ওঠানামা করে
- উপরের দিকের বাতাসে জলীয় বাষ্প থাকে
A,B
20897. কোনটি মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য?
- দ্রুত উষ্ণ হয়
- দ্রুত ঠান্ডা হয়
- ধীরে ধীরে ঠান্ডা হয়
- ক ও খ উভয়ই
20898. ওজোন গ্যাসের স্তর কোন স্তরে বেশি পরিমাণে আছে?
- স্ট্রাটোন্ডল
- মেসোমন্ডল
- তাপমন্ডল
- এক্সোমন্ডল
20899. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রাধান্য বেশি দেখা যায়?
- হিলিয়াম 2. অক্সিজেন 3. হাইড্রোজেন
A,C
20900. আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ কোন স্তরে ঘটে থাকে?
- ট্রপোমন্ডল
- স্ট্রাটোমন্ডল
- তাপমন্ডল
- এক্সোমন্ডল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বায়ুমন্ডল - এসএসসি-ভুগোল ও পরিবেশ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2090"