বায়ুমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2087
20861. বায়ুমন্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিমি. এর মধ্যে সীমাবদ্ধ?
- ৯৪ ভাগ
- ৯৫ ভাগ
- ৯৬ ভাগ
- ৯৭ ভাগ
20862. বাংলাদেশে কখন পরিচলন বৃষ্টি শুরু হয়?
- বর্ষার সময়
- গ্রীষ্মের মাঝামাঝিতে
- গ্রীষ্মের শুরুতে
- বর্ষার মাঝামাঝিতে
20863. তাপমন্ডলের নিম্ন অংশকে কী বলা হয়?
- তাপবিরতি
- মেসোবিরতি
- এক্সোমন্ডল
- আয়নমন্ডল
20864. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়?
- হিলিয়াম 2. নিয়ন 3. হাইড্রোজেন
A,C
20865. তুন্দা জলবায়ু অঞ্চলে গাড়ি টানবার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
- শ্বেত ভল্লুক 2. বলগা হরিণ 3. কুকুর
B,C
20866. কোন মন্ডল ছাড়া শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না?
- চৌম্বকমন্ডল
- স্ট্রাটোমন্ডল
- ট্রপোমন্ডল
- এক্সোমন্ডল
20867. নিচের কোনটি বারিপাতের অন্তর্ভুক্ত?
- তুহিন 2. তুষার 3. কুয়াশা
A,B,C
20868. ট্রপোমন্ডল স্তরে সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়?
- ৮০ সে.
- ১০০ সে.
- ৭০ সে.
- ৬০ সে.
20869. স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য হল, এটি-
- আর্দ্র বায়ুযুক্ত
- বিমান চলাচলের উপযোগী
- অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম
B,C
20870. বায়ুমন্ডলের কোনগুলো সমন্বয়ে শতকরা মোট ৯৮.৭৩ ভাগ গ্যাস?
- হিলিয়াম 2. অক্সিজেন 3. নাইট্রোজেন
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বায়ুমন্ডল - এসএসসি-ভুগোল ও পরিবেশ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2087"