বায়ুমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2085
20841. চৌম্বকমন্ডল স্তরে বায়ুমন্ডলকে বেষ্টন করে কোন চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে?
- ইলেকট্রন 2. তরঙ্গ 3. প্রেটন
A,C
20842. বিষয়>বর্ণনা::বায়ু>সর্বদা চারদিকে চাপ দিচ্ছে।>>বায়ুর ওজন আছে>>যেকোনো পদার্থ বা বস্তুর মতো চাপের ওজন আছে।>>চাপের অবস্থা>>চাপ সব জায়গায় সব সময় সমান থাকে না।>>চাপ মাপার যন্ত্র>>ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে চাপ মাপা হয়। **বায়ুর চাপ সব জায়গায় সবসময় কী অবস্থা ধারণ করে?
- সমান থাকে
- সমান থাকে না
- বাড়তে থাকে
- কমতে থাকে
20843. প্রোটন ও ইলেকট্রনের চৌম্বকীয় ক্ষেত্রে কোন স্তর সৃষ্টি হয়?
- এক্সোমন্ডল
- আয়নমন্ডল
- স্ট্রাটোমন্ডল
- চৌম্বকমন্ডল
20844. নাতিশীতোষ্ণ মন্ডলে কখন পরিচলন বৃষ্টি মুরু হয়?
- শীতের শেষে
- বর্ষার শুরুতে
- বর্ষার শেষে
- গ্রীষ্মের শুরুতে
20845. বায়ুমন্ডলে র্ভপৃষ্ঠ থেকে উপরের দিকে যে ছয়টি বিন্যাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল-
- মেসোমন্ডল 2. বারিমন্ডল 3. চৌম্বকমন্ডল
A,C
20846. মেসোপজের উপরে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমন্ডল বলে?
- প্রায় ৫০০ কিলোমিটার
- প্রায় ৪০০ কিলোমিটার
- প্রায় ৬০০ কিলোমিটার
- প্রায় ৩০০ কিলোমিটার
20847. বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি ঘটে?
- জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হ্রাস পায়
- শুষ্কতা বৃদ্ধি পায়
- জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়
- জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সমান থাকে
20848. যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
- বায়ুপ্রবাহ
- বায়ুচাপ
- বায়ুমন্ডল
- বায়ু
20849. বায়ুমন্ডলের প্রধান উপাদান কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
20850. কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়?
- ট্রপোমন্ডল
- স্ট্রাটোমন্ডল
- তাপমন্ডল
- এক্সোমন্ডল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বায়ুমন্ডল - এসএসসি-ভুগোল ও পরিবেশ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2085"