বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1665
16641. বৈদেশিক বাণিজ্য ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্জন করে-
- সার্ভিস চার্জ
- কমিশন
- সুদ
A,B
16642. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-
- প্রচার কার্যে ব্যয় করে
- সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়
- শিক্ষানবিশ সেলামি প্রদান করে
A,B,C
16643. বাণিজ্যিক ব্যাংকের যোগাযোগ খাতের খরচ কোনটি?
- সুইফ্ট
- বিজ্ঞাপন
- প্রশিক্ষণ
- নিরীক্ষকের বিল
16644. বাণিজ্যিক ব্যাংক মক্কেলের আমানতের ওপর কী প্রদান করে?
- কমিশন
- বাট্টা
- চার্জ
- সুদ
16645. মুদ্রাবাজারের নিয়ন্ত্রক কোন ব্যাংক?
- শাখা ব্যাংক
- ইসলামিক ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
16646. বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসায় পরিচালনার জন্য সাধারণত কয়টি খাতে ব্যয় করে?
- ১৫ টি
- ১৩ টি
- ৮ টি
- ৭ টি
16647. মিন্টু বড়ুয়া তার পরিবারসহ কক্সবাজারে বেড়াতে যান। সেখানে যাবতীয় ব্যয় তিনি ইলেকট্রনিক ব্যাংকিং কার্ডের মাধ্যমে সম্পন্ন করেন। কার্ডের সঞ্চিত টাকা ফুরিয়ে এলে তিনি তার ভাইকে তার ব্যাংক হিসাবে টাকা জমা করতে বলেন। অত:পর তিনি কিছু টাকা উত্তোলন করেন এবং দুদিন পর পরিবার সমেত বেড়ানো শেষ করে ঢাকায় ফিরে আসেন।মিন্টু বড়ুয়া নিচের কোন মাধ্যমে টাকা উত্তোলন করেছিলেন?
- ফোন ব্যাংকিং
- এটিএম
- SMS ব্যাংকিং
- ইন্টারনেট ব্যাংকিং
16648. মিন্টু বড়ুয়ার সফর ফলপ্রসূ হয়েছিল-
- ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে
- ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে
- SMS ব্যাংককিংয়ের সহায়তায়
A,B,C
16649. বানিজ্যিক ব্যাংকের আত্মরক্ষার অন্যতম একটি হাতিয়ার হল-
- চাহিবামাত্র ও স্বল্পমেয়াদি নোটিশে দেয় ঋণ
- ব্যাংক নিশ্চয়তা সনদ
- তথ্য সরবরাহ ও উপদেশ প্রদান
- কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রি
16650. বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত কোনটি?
- জনগণের সঞ্চিত অর্থ
- অনুমোদিত মূলধন
- পরিশোধিত মূলধন
- শেয়ার বিক্রয়লব্ধ অর্থ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাণিজ্যিক-ব্যাংক-ও-তার-পরিচিতি - এসএসসি-finance-banking-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1665"