বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1637
16361. স্থানীয় সরকার ব্যবস্থার গোড়াপত্তন হয় কোন আমলে?
- সুলতানি আমলে
- সেন আমলে
- মুঘল আমলে
- নবাবি আমলে
16362. বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কতটি?
- ৬১টি
- ৬২টি
- ৬৩টি
- ৬৪টি
16363. পার্বত্য চট্টগ্রাম বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম কী?
- গারো
- সাঁওতাল
- চাকমা
- মারমা
16364. বর্তমানে পার্বত্য জেলা পরিষদের মেয়াদ কত বছর?
- ৩ বছর
- ৪ বছর
- ৫ বছর
- ৬ বছর
16365. পার্বত্য জেলা পরিষদে মহিলা সদস্যসংখ্যা কত?
- ৩ জন
- ৫ জন
- ৭ জন
- ১০ জন
16366. জেলা পরিষদের সদস্য কত জন?
- ১০ জন
- ১২ জন
- ১৫ জন
- ২০ জন
16367. বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
- ৪৩৬৮টি
- ৭৬৯৮টি
- ৪৪৬৬টি
- ৪৪৬৫টি
16368. জেলা পরিষদের অধীনে কতটি বাধ্যতামূলক কাজ দেওয়া হয়?
- ৮টি
- ১০টি
- ১২টি
- ১৫টি
16369. পূর্বে পার্বত্য জেলা পরিষদের মেয়াদ ছিল কত বছর?
- ৩ বছর
- ৪ বছর
- ৫ বছর
- ৬ বছর
16370. সরকারের প্রশাসনিক কর্মকর্তা বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সচিব নিযুক্ত হন –
- সরকার কর্তৃক
- সুপ্রিম কোর্ট কর্তৃক
- সংসদ কর্তৃক
- উপরের সবকটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-স্থানীয়-সরকারব্যবস্থা - এসএসসি-পৌরনীতি-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1637"