বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2028
20271. বাংলাদেশের শ্রমশক্তি মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?
- 47.3
- 47.2
- 46.3
- 46.1
20272. বাংলাদেশের কোন অঞ্চলটি খনিজ তেলে সমৃদ্ধ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন?
- পশ্চিম
- পাহাড়ি
- বনাঞ্চল
- উপকূলীয়
20273. বাংলাদেশেল তাপবিদ্যুৎ উৎপাদনে কোন খনিজ ব্যবহৃত হয়?
- প্রাকৃতিক গ্যাস
- চুনপাথর
- কঠিন শিলা
- চিনামাটি
20274. পাট চাষ ভালো হয় কোন অঞ্চলে?
- উষ্ণ
- শীতল
- কম বৃষ্টিপ্রবণ অঞ্চল
- নাতিশীতোষ্ণ
20275. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়-
- গৃহস্থালির জ্বালানি কাজে
- বিদ্যুৎ উৎপাদনে
- বৈদুতিক পাখা চালাতে
A,B
20276. বরেন্দ্র অঞ্চলের বনভূমিতে কোন বৃক্ষের প্রাধান্য দেখা যায়?
- গেওয়া
- গরান
- জারুল
- শাল
20277. হারূণ মিয়া নাটোরে বাস করে। তার জমিতে ইক্ষু চাষ ভালো হয় বলে তিনি সব সময় ইক্ষু চাষ করেন।
- নদী অববাহিকা
- সমতল ভূমি
- মালভূমি
- বরেন্দ্রভূমি
20278. হারূণ মিয়ার জমির ধরন হতে পারে-
- বেলে দো-আঁশ 2. জৈব পদার্থ মিশ্রিত 3. কর্তমাময়
A,C
20279. বাংলাদেশে সাধারণত কয় প্রকার পাট চাষ হয়?
- এক
- দুই
- তিন
- চার
20280. দেশের অর্থনৈতিক উন্নতি ও বিশুদ্ধ পরিবেশ রক্ষার জন্য মোট আয়তনের প্রায় শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা দরকার। সেই তুলনায় বাংলাদেশে কী পরিমাণ বনভূমির ঘাটতি রয়েছে?
- ১১ ভাগ
- ১২ ভাগ
- ১৩ ভাগ
- ১৪ ভাগ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2029
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2030
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2031
0 responses on "বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প - এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2028"