বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2026
20251. কোনো দেশের পরিবেশেল ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট জমির কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
- 25
- 22
- 28
- 26
20252. চা চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
- ১২০ -১৫০
- ১৫০ -১৬০
- ১৬০ -১৭০
- ১৭০ -১৯০
20253. বাংলাদেশের প্লাইস্টোসিন কোন ধরনের বনভূমি?
- ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
- ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি
- ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা বনভূমি
- স্রোতজ বনভূমি
20254. দেশের উন্নয়নে কৃষিব্যবস্থাকে করতে হবে-
- লাভজনক 2. টেকসই 3. পরিবেশবান্ধব
A,B,C
20255. সুন্দরবন অর্থনৈতিক গুরুত্ব-
- এখানে জন্মানো বৃক্ষ জ্বালানি ও নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়
- মধুও মোম প্রভৃতি পণ্যাসামগ্রী সংগৃহীত হয়
- বিভিন্ন প্রাণীর চামড়া দাঁত শিং পশম পাওয়া যায়
A,B,C
20256. বাংলাদেশের গ্যাসক্ষেত্রে থেকে কত সালে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায়?
- 1988
- 1986
- 1990
- 1981
20257. বাংলাদেশের শীত মৌসুমে কীভাবে গম চাষ করা হয়?
- সেচের মাধ্যমে
- চাষের মাধ্যমে
- ট্রাক্টরের মাধ্যমে
- হাইব্রিডের মাধ্যমে
20258. ক্রান্তীয় পাতাঝরা বনভূমির কত ভাগে ভাগ করা যায়?
- দুই
- তিন
- চার
- পাঁচ
20259. কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ?
- গামার
- হিজল
- গরান
- জারুল
20260. আমাদের এদেশে বনাঞ্চলের গুরুত্ব-
- পর্যটন শিল্পে 2. কৃষিতে 3. পরিবহনে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2027
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2028
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2029
0 responses on "বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প - এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2026"