বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2027
20261. বাংলাদেশের বনভূমির পরিমাণ কম। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বৃক্ষের সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর হবে-
- সরকারিভাবে সংরক্ষিত বনভূমি
- সামাজিক বন্যায়ন সৃষ্টি
- বেসরকারি সাহায্য সংস্থার উদ্যোগ
A,B
20262. খাদ্যশস্যের প্রয়োজনীতা হেতু বাংলাদেশে কোন ফসলের চাষ হয়?
- ধান
- গম
- ডাল
- আলু
20263. বাংলাদেশের স্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি?
- গরান
- কড়ই
- বহেড়া
- হিজল
20264. উদ্ভিদগোষ্ঠীর ওপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমি-
- ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি
- ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি
- স্রোতজ বনভূমি
A,B,C
20265. ঘোড়াশাল সার কারখানার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কীরূপে হয়ে থাকে?
- শক্তি সম্পদরূপে
- কাঁচামালরূপে
- জ্বালানিরূপে
- পরিশোধকররূপে
20266. বাংলাদেশের বনভূমির অন্তর্ভূক্ত-
- পাতাঝরা গাছ 2. স্রোতজ বৃক্ষ 3. সূচগ্র বৃক্ষ
A,B
20267. বাংলাদেমেল খাদ্যশস্যের মধ্যে কোনটি প্রধান?
- ধান
- গম
- ডাল
- আলু
20268. বাংলাদেশের কোথায় পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে?
- মৌলভীবাজারে
- পাবনার চলনবিলে
- রাজশাহীতে
- সিলেটে
20269. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্যের প্রতি হতে হবে-
- ক্রিয়াশীল 2. যত্নশীল3. রক্ষণশীল
B,C
20270. বাংলাদেশের গ্যাসক্ষেত্রের উত্তোলনযোগ্য সম্ভাব্য ও প্রাথমিক মজুদের পরিমাণ কত ট্রিলিয়ন ঘনফুট?
- 25.7
- 26.7
- 26.73
- 26.83
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2028
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2029
বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প – এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2030
0 responses on "বাংলাদেশের-সম্পদ-ও-শিল্প - এসএসসি-ভুগোল ও পরিবেশ-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2027"