বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2013

অণুজীব

বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2013

20127. প্রকৃতির সকল স্থান মিলেমিশে কী তৈরি হয়?

  1. পরিপ্রেক্ষিত
  2. পরিবেশ
  3. পরিলেখ
  4. পরিবার

20128. মায়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশের সমুদ্রসীমা কত নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছিল?

  1. 120
  2. 130
  3. 140
  4. 160

20129. প্লাইস্টোনিকালের সোপান সমূহের অন্তর্ভূক্ত-

  1. বরেন্দ্রভূমি
  2. মধুপুর ও ভাওয়ালের গড়
  3. কুমিল্লার লালমাই পাহাড়

20130. এই রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান পেয়েছে?

  1. 300
  2. 350
  3. 400
  4. 450

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

আরও পড়ুন :

বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2014

বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2015

বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2016

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline