বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2017
20161. বাংলাদেশের কোন অংশের উপকূল এলাকার বিশাল এলাকা জেগে উঠেছে?
- পূর্বাংশে
- পশ্চিমাংশে
- উত্তরাংশে
- দক্ষিণাংশে
20162. সমুদ্রসীমার জন্য বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে কোথায় মামলা দায়ের করে?
- আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল
- সালিশ ট্রাইবুনাল
- সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল
- আন্তজার্তিক সালিশ ট্রাইবুনাল
20163. বাংলাদেশের অক্ষাংশ কত ডিগ্রি?
- ২০০ ০১’ উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮’ উত্তর অক্ষরেখা
- ২০০ ৩৪’ উত্তর অক্ষরেখা থেকে ২০০ ৩৮’ উত্তর অক্ষরেখা
- ২০০ ৩৪’ উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮’ উত্তর অক্ষরেখা
- ২০০ ৩৮’ উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮’ উত্তর অক্ষরেখা
20164. বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য কত?
- ২৮০ কি. মি.
- ৭১৬ কি. মি.
- ৩১০ কি. মি.
- ৩৭১৫ কি. মি.
20165. টারশিয়ারী যুগের পাহাড়সমূহ-
- দক্ষিণ-পূর্বের পাহাড় 2. উত্তরের পাহাড় 3. উত্তর-পূর্বের পাহাড়
A,B,C
20166. বাংলাদেশের পাহাড়গুলোর সাথে মিল পাওয়া যায়-
- আসামের লুসাই পাহাড়
- মায়ানমারের আরাকান পাহাড়
- মিজোরামের লুসাই পাহাড়
A,B
20167. বাংলাদেশের পাহাড়সমূহ কোন যুগে সৃষ্টি হয়েছে?
- টারশিয়ারী
- প্লাইস্টোসিন
- সাম্প্রতিককালে
- মধ্যযুগে
20168. ভূপৃকতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
- দুই
- তিন
- চার
- পাঁচ
20169. ভাওয়ালের গড় অবস্থিত-
- টাঙ্গাইল 2. ময়মনসিংহ 3. গাজীপুর
A,B,C
20170. মঈন চট্টগ্রামে বাস করে। তার বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত। এ নদীটির পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
- সাঙ্গু
- কর্ণফুলী
- ব্রহ্মপুত্র
- পদ্মা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2018
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2019
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2020
0 responses on "বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-10"