বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2055
20541. ভূকম্পনের তীব্রতা পরিমাপের জন্য কী যন্ত্র ব্যবহার করা হয়?
- রাডার চিত্র
- ভার্নিয়ার স্কেল
- রিখটার স্কেল
- হাইড্রোলিক প্রেসার
20542. ভূমিকম্প প্রবণতা লক্ষ করা যায় –
- আসামের খাসিয়া পাহাড়ে
- হিমালয়ের পাদদেশে
- আন্দামান দ্বীপপুঞ্জে
A,B,C
20543. বাংলাদেশে ভূমিকম্পের ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি?
- ১৫৪৮ সাল থেকে রেকর্ড সংগৃহীত হচ্ছে
- অগভীর কেন্দ্র বঙ্গোপসাগরে বিদ্যমান
- পাহাড়ি অঞ্চলে গভীর কেন্দ্র রয়েছে
- দক্ষিণ দিক যথেষ্ট ভূমিকম্পপ্রবণ
20544. আশ্রয়কেন্দ্র কোন উচ্চতায় নির্মাণ করা হয়?
- বন্যাপ্রবণ অঞ্চলে
- সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে
- সারা দেশের সমভূমি অঞ্চলে
- শুধু দ্বীপসমূহে
20545. বাংলাদেশে ঘূর্ণিঝড় সংঘটিত হয় –
- বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে
- আশ্বিন-কার্তিক মাসে
- চৈত্র-বৈশাখ মাসে
B,C
20546. বাংলাদেশের সর্বাপেক্ষা ভূকম্পনপ্রবণ এলাকা কোনটি?
- উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল
- মধ্যঞ্চল
- দক্ষিণ-পশ্চিমাঞ্চল
- দক্ষিণ-পূর্বাঞ্চল
20547. নদীভাঙনের কারণ কোনটি?
- ব্যাপক হারে বৃক্ষ নিধন করা
- রাসায়নিক সার ব্যবহার
- কীটনাশক ব্যবহার
- লঞ্চ-স্টিমার চলাচল
20548. খরা বা বৃষ্টিহীন অঞ্চলের বাসিন্দা তার এলাকার দুর্দশা কাটাতে –
- বৃক্ষরোপণ করবে
- ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার কমাবে
- ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাবে
A,C
20549. বাংলাদেশ একটি –
- নদীমাতৃক দেশ
- বৃষ্টিবহুল দেশ
- জনবিরল দেশ
A,B
20550. বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর উৎস কোথায়?
- ভারত ও ভুটানে
- ভারত ও নেপালে
- চীন ও মায়ানমারে
- মায়ানমার ও নেপালে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2055"