বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষা শুরু কাল।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১৭ সালের ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ( বিএ/বিএসএস ) পরীক্ষা শুক্রবার ( ১১ মে ) থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (১০ মে) দুপুরে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সারাদেশে ২৭৩ টি কলেজের পরীক্ষা কেন্দ্রে সেমিস্টার ভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৪৪ হাজার ৩৫ জন শিক্ষার্থী অংশ নেবেন। সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল-বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১০ আগস্ট এ পরীক্ষা শেষ হবে।
আরো পড়ুন:
0 responses on "বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষা শুরু কাল"