বস্তুর-উপর-তাপের-প্রভাব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2521
25205. নিচের তথ্যগুলো লক্ষ কর-
- ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 320F
- সেলসিয়াস স্কেলে উর্ধ্ব স্থিরাঙ্ক 273K
- সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক
A,B,C
25206. নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম নয়?
- পদার্থের আয়তন
- পদার্থের রোধ
- পদার্থের আপেক্ষিক তাপ
- পদার্থের চাপ
25207. সেলসিয়াস স্কেলের তাপমাত্রার একক কী?
- 0C
- 0F
- K
- R
25208. 300C তাপমাত্রায় একটি ধাতব পাত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
- 11×10-6K-1
- 33.33×10-4K-1
- 3.33×10-4K
- 16.7×10-6K-1
25209. কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
- পানি
- সাগরের পানি
- তামা
- জলীয় বাষ্প
25210. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে কী বলে?
- 1 কেলভিন
- 1 ক্যালরি
- 1 ফারেনহাইট
- 1 সেলসিয়াস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বস্তুর-উপর-তাপের-প্রভাব - এসএসসি-পদার্থ বিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2521"