বস্তুর-উপর-তাপের-প্রভাব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2534
বস্তুর উপর তাপের প্রভাব | 25331. নিচের কোনটি ঠাণ্ডা বা গরমের অনুভূতি জাগায়?
- তাপ
- তাপমাত্রা
- আর্দ্রতা
- চাপ
25332. তরলের উপরিতলের ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয়?
- হ্রাস পায়
- বৃদ্ধি ও হ্রাস উভয়ই ঘটে
- বৃদ্ধি পায়
- বন্ধ হয়ে যায়
25333. যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তাকে কী বলে?
- অ্যামিটার
- ভোল্টমিটার
- থার্মোমিটার
- ক্যালরিমিটার
25334. যদি এক টুকরা গরম লোহা ঠাণ্ডা পানির পাত্রে ডুবানো হয় তবে কে তাপ হারাবে?
- পানি
- গরম লোহা
- পানি ও গরম লোহা দুটিই
- পাত্র
25335. 1 Cal = কত?
- 0.24J
- 2.4J
- 4.2J
- 0.42J
25336. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য কয়টি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
25337. পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
- বাষ্পীভবন
- গলন
- গলনাঙ্ক
- শিশিরাঙ্ক
25338. পানির স্ফুটনাঙ্ক 373K হলে সেলসিয়াস স্কেলের পাঠ হবে-
- 00C
- 100C
- 1000C
25339. যে তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে?
- গলন
- গলনাঙ্ক
- তাপ
- গলনের সুপ্ততাপ
25340. যে তাপ পদার্থের তাপমাত্রার বৃদ্ধি না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
- সুপ্ততাপ
- গলনাংক
- স্ফুটনাংক
- হিমাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বস্তুর উপর তাপের প্রভাব - এসএসসি পদার্থ বিজ্ঞান - 6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2534"