প্রোগ্রামিং-ভাষা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1286
HSC-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কুইজ | 12851. বৈশিষ্ট্য অনুসারে কম্পিউটার প্রোগ্রামের ভাষাকে কত ভাগে ভাগ করা যেতে পারে?
- 3
- 4
- 5
- 6
12852. কম্পিউটারে ব্যবহৃত দ্বিতীয় প্রজন্মের ভাষার সাল কত?
- 1945-1949
- 1950-1959
- 1960-1969
- 1970-1979
12853. বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা হলো
- জাভা
- জাভা ++
- সি++
12854. কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি?
- মেশিন ভাষা
- অ্যাসেম্বলি ভাষা
- দ্বিতীয় প্রজন্মের ভাষা
- পঞ্চম প্রজন্মের ভাষা
12855. Load, Store, Jump অ্যাসেম্বলি ভাষার নির্দেশের কোন ভাগে পড়ে?
- গাণিতিক
- নিয়ন্ত্রণ
- ইনপুট-আউটপুট
- প্রত্যক্ষ ব্যবহার
12856. অ্যাসেম্বলি ভাষায় অ্যাকিউমুলেটরকে খালি করার জন্য কোন কোড ব্যবহার করা হয়?
- LDA
- CLR
- STP
- ADD
12857. কোন ভাষায় প্রোগ্রাম কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে থাকে?
- উচ্চস্তরের ভাষা
- নিম্নস্তরের ভাষা
- মেশিন ভাষা
- কৃত্রিম ভাষা
12858. C এর আবিষ্কারক কে?
- মার্টিন রিচার্ডস
- লেডি এডা
- ডেনিস রিচি
- বব মাইনার
12859. প্রসেসিং ক্ষমতা বেশি দরকার কোন ভাষায়?
- কচতুর্থ প্রজন্মের ভাষায়
- মেশিন ভাষায়
- অ্যাসম্বলি ভাষায়
- উচ্চস্তরের ভাষায়
12860. প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত করে লেখা হয় কোন মডেলের সাহায্য?
- ভিজুয়্যাল প্রোগ্রামিং
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
- অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং
- ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "HSC-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কুইজ- 1286"